Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#822
* প্রাইমারী নিয়োগের জন্য সমান গুরুত্ববহ *
===========================
১. ইনপুট ডিভাইস [৩৫, ৩৬, ৩৭ তম বিসিএস]
কম্পিউটারের ইনপুট ডিভাইসের উদাহরণ হলো - ১। কী- বোর্ড, ২।
মাউস, ৩। স্ক্যানার, ৪। ও. এম. আর, ৫। গ্রাফিক্স ট্যাবলেট, ৬। ওয়েবক্যাম, ৭। জয়-স্টিক, ৮। সেন্সর, ৯। লাইটপেন, ১০। ও. সি. আর, ১১। বারকোড রিডার, ১২। পান্চ কার্ড ১৩। ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার, ১৪। ম্যাগনেটিক টেপ ড্রাইভ।
মোবাইল ফোনের ইনপুট ডিভাইসগুলো হলো—কী-বোর্ড, ক্যামেরা, মাইক্রোফোন, টাচস্ক্রিন।
২. আউটপুট ডিভাইস [৩৬ তম বিসিএস]
কম্পিউটারের আউটপুট ডিভাইসের উদাহরণ- ১। মনিটর, ২। প্রিন্টার, ৩। স্পিকার, ৪। প্রজেক্টর, ৫। হেডফোন, ৬। প্লটার, ৭। ভিজ্যুয়াল ডিসপ্লে ইউনিট, ৮। ফিল্ম রেকর্ডার, ৯। মাইক্রোফিস।
৩. অপারেটিং সিস্টেম [৩৭ তম বিসিএস]
অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো-- LINUX, UNIX, XENIX, AIX, MS DOS, CP/M, PC DOS, MS Windows, MS Windows NT, Mac OS, OS/2, Be OS, Android
UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান - বেল ল্যাব।
LINUX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক - লিনাস টারভোল্ডাস।
৪. Wi-Fi [৩৬, ৩৭ তম বিসিএস]
Wi-Fi কাজ করে –তারবিহীন প্রযুক্তি বা রেডিও ওয়েভ ব্যবহার করে।
Wi-Fi এর কাজের স্টান্ডার্ড হলো- IEEE 802.11
Wi-Fi এর কাজের গতি হলো—৫৪ এম বি পি এস।
Wi-Fi এবং WiMAX এর মধ্যে WiMAX বেশি গতির এবং Wi-Fi একটু ধীরগতির।
৫. WiMAX [৩৬ তম বিসিএস]
WiMAX যাত্রা শুরু করে—২০০১ সালে ওয়াইম্যাক্স ফোরামের হাত ধরে।
WiMAX এর পূর্ণরূপ- Worldwide Interoperability for Microwave Access
শুরুতে WiMAX এর গতিসীমা ৩০-৪০ এমবিপিএস ছিলো। বর্তমানে ১০২৪ এমবিপিএস ।
WiMAX এর কাজের স্টান্ডার্ড হলো- IEEE 802.16
৬. ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ [৩৫, ৩৬ তম বিসিএস]
ডেটাবেজ ল্যাঙ্গুয়েজের উদাহরণ হলো- Oracle, QUEL, QBE, SQL, Sybase, MySQL ইত্যাদি।
ডেটাবেজ ল্যাঙ্গুয়েজের প্রকার গুলো হলো- DDL, DML, Query Language
DDL বা Data Definition Language এর কাজ হলো—ডেটার প্রকার ও এর মধ্যকার সম্পর্ক নির্ণয় করা।
DML বা Data Manipulation Language এর কাজ হলো—ডেটা হালনাগাদ করা বা মুছে ফেলা।
Query Language এর কাজ হলো—তথ্য খোঁজা ও তথ্য গণনায় সহয়তা করা।
৭. মেমোরি [৩৫, ৩৬, ৩৭ তম বিসিএস]
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যেসব মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় তাদেরকে বলে – Volatile বা উদ্বায়ী মেমোরি।
Volatile বা উদ্বায়ী মেমোরির উাদাহরণ হলো—DRAM, SRAM, SD-RAM
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও যেসব মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় না তাদেরকে বলে – Non- Volatile বা অনুদ্বায়ী মেমোরি।
Non- Volatile বা অনুদ্বায়ী মেমোরির উাদাহরণ হলো—ROM
কম্পিউটারের সকল প্রোগ্রাম ও ডেটা সংরক্ষণ - মেমোরি।
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলে—Read
কম্পিউটারের প্রাইমারী বা প্রধান মেমোরি হলো—RAM, ROM
কম্পিউটারের সেকেন্ডারি বা সহায়ক মোমোরি হলো—ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, ডিভিডি, সিডি, পেনড্রিইভ।
ব্যাক আপ প্রোগ্রাম বলতে বোঝায়-নির্ধারিত ফাইল কপি করে রাখা।
১ বাইটে - ৮ বিট।
১ কিলোবাইটে - ১০২৪ বাইট।।

সংগৃহিতঃ- ‎সমুদ্র জোছনা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    107 Views
    by shahan
    0 Replies 
    438 Views
    by sajib
    0 Replies 
    274 Views
    by kajol
    0 Replies 
    866 Views
    by rajib
    0 Replies 
    273 Views
    by shihab

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]