Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#5773
১.একটি গাড়ি ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হতো?
-৫২২০০
সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৩৬০০০ টাকা হলে ক্রয়মূল্য =১০০X৩৬০০০/৮০ টাকা
=৪৫০০০ টাকা
১৬% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১৬ টাকা
সুতরাং ৪৫০০০ টাকা হলে বিক্রয়মূল্য= (৪৫০০০ X১১৬/১০০) টাকা
=৫২২০০ টাকা
২.এক ব্যক্তি ক্রয়মূল্যের ওপর ৫০% বেশি হিসেবে করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের ওপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের ওপর শতকরা কত লাভ হয়?
-৩৫ টাকা।
সমাধান:
৫০% বাড়তি ধরে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে নির্ধারিত মূল্য=(১০০+৫০) টাকা
=১৫০ টাকা
আবার,
১০% কমিশনে,
নির্ধারিত মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৯০ টাকা
নির্ধারিত মূল্য ১৫০ টাকা হলে বিক্রয়মূল্য =৯০ X১৫০/১০০ টাকা
=১৩৫ টাকা
সুতরাং লাভ= (১৩৫-১০০) টাকা
=৩৫ টাকা
৩.একজন দোকানদার ৮% লাভে একটি জিনিস ৫৪ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
-৫০ টাকা
সমাধান:
৮% লাভে,
বিক্রয়মূল্য ১০৮ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৫৪ টাকা হলে ক্রয়মূল্য =১০০ X৫৪/১০৮ টাকা
=৫০ টাকা
৪.এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয়মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হল?
-২০%
সমাধান:
ধরি,
২০ কেজি চালের ক্রয়মূল্য ১০০ টাকা
১ কেজি চালের ক্রয়মূল্য =১০০/২০ টাকা
=৫ টাকা
২৫ কেজি চালের বিক্রয়মূল্য ১০০ টাকা
১ কেজি চালের বিক্রয়মূল্য =১০০/২৫ টাকা
=৪ টাকা
৫ টাকায় ক্ষতি (৫-৪) টাকা
=১ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় ১০০/৫ টাকা
=২০ টাকা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    200 Views
    by shohag
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    72 Views
    by rafique

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]