Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#5695
১.০.০০১/০.১X০.১
=০.১
সমাধান:
০.০০১/০.১X০.১
=১/১০০০/১/১০X১/১০
=১/১০০০X১০০/১
=১/১০
=০.১
২.কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকবে?
-৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
সমাধান:
যে সব স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে সে সংখ্যাগুলো হলো ৩৪৬-৩১=৩১৫ এর সাধারণ গুণনীয়ক। ৩১ অপেক্ষা বড় ৩১৫ এর গুণনীয়ক=৩৫,৪৫,৬৩,১০৫, ও ৩১৫।
৩.১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট কতটি?
-২৫
সমাধান:
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো –
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৭১, ৭৩, ৮৩, ৮৯, ৯৭ অর্থাৎ ২৫টি।
৪.একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড়, ৮৩০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
-৭৮৬
সমাধান:
নির্নেয় সংখ্যাটি =৮৩০+৭৪২/২
=৭৮৬
৫.তিনটি ক্রমিক সংখ্যার গুনফল ৭২০ হলে সংখ্যা তিনটির যোগফল হবে –
-২৭
সমাধান:
পরপর তিনটি ক্রমিক সংখ্যা হতে পারে ১, ২, ৩; ২. ৩. ৪; ৩, ৪, ৫; ৪, ৫, ৬; ৫, ৬, ৭; ৬, ৭, ৮; ৭, ৮, ৯; ৮, ৯, ১০; --- ইত্যাদি। কিন্তু এর মধ্যে শুধুমাত্র ৮, ৯ এবং ১০ এর গুণফল ৭২০।
যোগফল= (৮+৯+১০)
=২৭
৬.নিচের কোনটি মৌলিক সংখ্যা?
-কোনোটিই নয়।
সমাধান:
৭+২=৯ অর্থাৎ ৭২, ৩ দ্বারা বিভাজ্য।
৮+৭=১৫; অর্থাৎ ৮৭, ৩ দ্বারা বিভাজ্য।
৬+৩=৯; অর্থাৎ ৬৩, ৩ দ্বারা বিভাজ্য।
সুতরাং এখানে কোনোটিই মৌলিক সংখ্যা নয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    212 Views
    by tamim
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    178 Views
    by raja
    0 Replies 
    83 Views
    by rafique
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]