Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#700
৫৫১) বাংলাদেশের বৃহত্তম "হাকালুকি" হাওড় কোন জেলায় অবস্থিত?
__মৌলভীবাজার ও সিলেট জেলায়।

৫৫২)কচুশাকে বিশেষভাবে মূল্যবান কোন উপাদান থাকে?
__লৌহ(ভিটামিন এ, ক্যালসিয়াম অক্সালেট,অন্যান্য খনিজ পদার্থও থাকে)

৫৫৩) a+b=5 এবং a-b=3 হলে ab এর মান কত?
__4

৫৫৪)কোন বাংলা পদে সন্ধি হয় না?
__অব্যয় পদে।

৫৫৫)নীল লোহিত"কার ছদ্মনাম?
__সুনীল গঙ্গোপাধ্যায়(১৯৩৪-২০১২)

৫৫৬) "প্রথম আলো"কার উপন্যাস?
__সুনীল গঙ্গোপাধ্যায় এর।

৫৫৭)"ওয়ারিশ"উপন্যাসের লেখক কে?
__শওকত আলী।

৫৫৮)বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি-ফারসি শব্দের ব্যবহার করেন কে?
__মোহিতলাল মজুমদার।

৫৫৯) গৃহদাহ-১৯২০" উপন্যাসের প্রধান চরিত্র ৩টির নাম কী?
__মহিম>অচলা>সুরেশ

৫৬০)বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ কে?
__বঙ্কিম চট্টোপাধ্যায়(১৮৩৮-১৮৯৪)

৫৬১)সাপের খোলসকে এককথায় কী বলে?
__নির্মোক

৫৬২) ১.১.২.৩.৫.৮ এ সংখ্যা পর অষ্টম পদ কী?
__২১(১+০=১,১+১=২,২+১=৩,৩+২=৫,৫+৩=৮,৮+৫=১৩,১৩+৮=২১)

৫৬২)কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন তাকে কী বলে?
__করণ কারক

৫৬৩) Adjective of the word"Ox" is
__Bovine

৫৬৪) Which is the noun of the word
"Try"?
__Trial.

৫৬৫) The count (----) your help.
__upon(Count upon অর্থ নির্ভর করা)

৫৬৬) To meet trouble halfway" means?
__To be puzzled(হতবুদ্ধি হওয়া)

৫৬৭) What is the meaning of'
"soft soap"?
__Flattery for self motives
"soft soap" অর্থ নিজ কার্যসাধনে তোষামোদ করা।

৫৬৮) ৯.৩৬.৮১.১৪৪,.......ধারাটির পরবর্তী সংখ্যা কত?
__২২৫

৫৬৯) ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
__১৫০%

৫৭০)পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
__১৯৪৫ সালে ওপেন হাইমার

৫৭১) আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
__লুব্ধক।

৫৭২)পৃথিবীর নিকতম নক্ষত্রের নাম কী?
__প্রক্সিমা সেন্টারাই।

৫৭৩)কোথায় দিন রাত্রি সর্বদা সমান?
__নিরক্ষ রেখায়।

৫৭৪)বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কী?
__রাজ কাঁকড়া

৫৭৫)কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
__ব্রোমিন।

৫৭৬) লজ্জায় মুখ রাঙা হওয়াকে"এক কথায় কী বলে?
__আরক্তিম

৫৭৭)"ক্ষুধিত পাষাণ"কোন সমাস?
__রূপক কর্মধারয়(ক্ষুধিত রূপ পাষাণ)

৫৭৮)শীকর" শব্দের অর্থ কী?
__জলকণা

৫৭৯)"ইনকিলাব" শব্দের অর্থ কী?
__বিপ্লব,আন্দোলন,বিদ্রোহ।
নোট রমজান___

৫৮০)কাকনিদ্রা"অর্থ কী?
__অগভীর সতর্ক নিদ্রা

৫৮১)নিরানব্বইয়ের ধাক্কা" বাগধারাটির অর্থ কী?
__সঞ্চয়ের প্রবৃত্তি

৫৮২) "Boat leg"means?
__Smuggle.

৫৮৩) "Mishap"means?
__Accident

৫৮৪)পর পর ১০টি সংখ্যার প্রথম ৫টি সংখ্যার যোগফল ৫৬০ হলে শেষ ৫টি সংখ্যার যোগফল কত?
__৫৮৫

৫৮৫)ক্যাসেটে ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?
__চুম্বক ক্ষেত্র হিসেবে।

৫৮৬)শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যাকারী একমাত্র ব্যক্তি কে?
__লি ডাক থো।

৫৮৭)উপমহাদেশের সর্বশেষ গভর্নরের নাম কী?
__লর্ড মাইন্টব্যাটেন।

৫৮৮) রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
__হেনরি ডুনাল্ড(১৮৬৩)

৫৮৯) সারা বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?
__১জানু, ১৯৯৩ সালে।

৫৯০) স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
__শহীদ মিনারের

৫৯১)কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়। কম?
__বেগুনী আলো

৫৯২)বৃহস্থ সামন্তরিক কী?
__একটি আয়তক্ষেত্র

৫৯৩)"By all means" means__
__Certainly
(By all means অর্থ নিশ্চিতভাবে)

৫৯৪) Antonym of the word"futile"is?
__Useful(futile অর্থ অপ্রয়োজনীয়)

৫৯৫)পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে?
__এপসন কোম্পানি-১৯৮১

৫৯৬)জোয়ারের কত ঘণ্টা পর ভাটার সৃষ্টি হয়?
__৬ ঘণ্টা ১৩ মিনিট

৫৯৭)কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?
__বালি

৫৯৮)টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙ এর ছবি ব্যবহার করা হয়?
__৩টি(লাল,সবুজ,নীল)

৫৯৯) মধুসূদনের মেঘনাদবধ কাব্যের উৎস কী?
__রামায়ণ কাহিনি।

৬০০) বাঙালির ইতিহাস বইটির লেখক কে?
__নীহাররঞ্জন রায়(১৯০৩-১৯৮১)
_____রমজান__
(ভুল লক্ষ্য করলে সঠিকটা কমেন্ট করে বলবেন)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]