Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#685
৫০১)প্রথম শহীদ স্মৃতি স্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের কত তারিখে?
__২৩ ফেব্রুয়ারি

৫০২)প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয় কত সালে?
__১৯৩০ সালে কানাডার হ্যামিলটনে

৫০৩)কমনওয়েথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
__৪ বছর পর পর।

৫০৪)কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন
"জান্নাতাবাদ"?
__হুমায়ুন

৫০৫)এভিকালচার বলতে কী বুঝায়?
__পাখি পালন বিষয়াদি

৫০৬)ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?
__কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে।

৫০৭)কাজী নজরুল ইসলামের উপন্যাস কতটি ও কী কী?
__৩টি(বাঁধনহারাপত্রোপন্যাস,মৃত্যুক্ষুধা,
কুহেলিকা)

৫০৮)অপরাহ্ন"নাটকটির রচয়িতা কে?
__হুমায়ূন আহমেদ।

৫০৯)"কারক"শব্দটির অর্থ কী?
__যা ক্রিয়া সম্পাদন করে।

৫১০) কিরণ"শব্দের সমার্থক শব্দ কোনটি?
__অংশু

৫১১) ১+২+৩+৪+........+১৯=কত?
__১৯০(১+১৯*১৯/২=১৯০)

৫১২)Anis is good (----)cricket.
__at

৫১৩)"মধ্যাহ্ন"শব্দটি কোন সমাস?
__তৎপুরুষ(অহ্নের বা দিনের মধ্যভাগ)

৫১৪)"ইহলোকে যা সামান্য নয়"এককথায় কী হবে?
__অলোকসামান্য

৫১৫)কোনটি "Joyful" শব্দের সমার্থক শব্দ?
__Common

৫১৬)"নীরস" শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে?
__নিঃ+রস

৫১৭) দিবারাত্রি সংঘঠিত হয় কেন?
__আহ্নিক গতির জন্য।

৫১৮)বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে?
__১৯৯৯ সালের ১৭ মে,নিউজিল্যান্ডের বিপক্ষে।

৫১৯) বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম কোন দলের বিপক্ষে জয়লাভ করে?
__৭ম বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ২২ রানে।

৫২০)মানবদেহের রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম কী?
__স্ফিগমো ম্যানোমিটার

৫২১)পিতা ও মাতার বয়সের গড় ২০ বছর।পিতা, মাতা, ও পুত্রের বয়সের গড় ১৬ বছর হলে পুত্রের বয়স কত?
__৮ বছর
(১৬*৩=৪৮,২০*২=৪০, ৪৮-৪০=৮ বছর)

৫২২)স্মরণ"শব্দের বিপরীত শব্দ কী?
__বিস্মরণ।

৫২৩) He has lake (----)money.
__of

৫২৪) Honesty is the best policy.বাক্যে "Honesty"শব্দটি কী?
__Abstract noun.

৫২৫)He is envious (---)my success.
__of (envious of" অর্থ কোন বিষয়ে ঈর্ষাপরায়ণ।


৫২৬) সুন্দর বনের পশ্চিমে কোন নদী অবস্থিত?
__রায়মঙ্গল সাতক্ষিরা জেলার নদী।

৫২৭) বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)কোথায় অবস্থিত?
__সাভারের জিরানীতে অবস্থিত।

৫২৮) বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কত সালে প্রতিষ্ঠিত হয়?
__১৯৮৬ সালের ১৪ এপ্রিলে।

৫২৯) I objected (---)his proposal.
__to(objected to অর্থ কোন বিষয়ে আপত্তি জানানো)

৫৩০) "সুবচন-নির্বাসনে ও কুকিলারা" নাটক দুটির রচয়িতা কে?
__আব্দুল্লাহ আল মামুন

৫৩১)"লালবাগ"কেল্লার পূর্ব নাম কী ছিল?
__আওরঙ্গবাদ দুর্গ

৫৩২) কুমিল্লার ময়নামতিতে "শালবন"বিহার ও 'আনন্দ"কে নির্মাণ করেন?
__অষ্টম শতকে দেবরাজা আনন্দদেব।

৫৩৩)কে কত সালে সতীদাহ প্রথা"রহিত করেন?
__রামমোহনের সক্রিয় সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিং ১৮২৯ সালের ৪ ডিসেম্বরে এ প্রথা বিলুপ্ত করেন।

৫৩৪) বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
__বরেন্দ্র জাদুঘর(১৯১০এর ১০ডিসেম্বর)

৫৩৫) ঢাকার "শাহবাগ জাতীয় জাদুঘর" জাতীয় জাদুঘরের মর্যাদা লাভ করে কত সালে?
__১৯৮৩ সালে ১৭নভেম্বরে।প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালের ৭ আগস্টে।

৫৩৬) হিস্টোলিক চাপ"কাকে বলে?
__হৃৎপিণ্ডের সংকোচন চাপকে।

৫৩৭)"আকাবা"কোন দেশের সমুদ্রবন্দর?
__জর্ডানের।

৫৩৮)"ন্যাপ-NAPE"কোথায় অবস্থিত এবং কত সালে প্রতিষ্ঠিত হয়?
__ময়মনসিংহে অবস্থিত।১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হলে নামকরণ করা হয় ১৯৮৫ সালে।

৫৩৯)'ষাট গম্বুজ'মসজিদ নির্মাণ করে কে?
__পীর খান জাহান আলী।গম্বুজ-৮১টি

৫৪০)জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি কে?
__হুমায়ুন রশীদ(১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে সভাপতি করেন)

৫৪১) শব্দের তীব্রতা নির্ণয়ের যন্ত্রের নাম কী?
__অডিওমিটার।

৫৪২)কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
__শুশুক ও ডলফিন।

৫৪৩)টিউমার সংক্রান্ত চর্চাকে কী বলে?
__অনকোলজি বলে।

৫৪৪)মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবধানের জন্য কত জনকে "বীরোত্তম"খেতাবে ভূষিত করা হয়?
__৬৮ জনকে।

৫৪৫)কোথায় সালোকসংশ্লেষণ ঘটে না?
__মূলে।

৫৪৬) ১/৩÷৪/৫*৩/৪=কত?
__৫/১৬

৫৪৭)What is opposite of"cordial"?
__Reserved
(cordial অর্থ আন্তরিক আর Reserved অর্থ গুরুগম্ভীর)

৫৪৮)দস্ত-বস্ত"কথার অর্থ কী?
__হাতে-নাতে।

৫৪৯) কলুর বলদ"কোন সমাস?
__অলুক তৎপুরুষ(পূর্বপদের বিভক্তি লোপ পায় না। যেমন,কলুর বলদ,ঘোড়ার ডিম,সোনার বাংলা)

৫৫০)"ময়নামতির চর"কাব্যগ্রন্থটি কার?
__বন্দে আলী মিয়ার।

সংগৃহিতঃ ____রমজান____
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]