Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#673
৪৫১)"সাত গম্বুজ"মসজিদের নির্মাতা ও গম্বুজ সংখ্যা কত?
__শায়েস্তা খান।গম্বুজ সংখ্যা ৩টি।

৪৫২)বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কত সালে?
__১৯৮০ সালের ১ডিসেম্বর।

৪৫৩) বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি কোথায় এবং কত সালে স্থাপিত হয়?
__রাঙ্গামাটিতে,স্থাপিত ১৯৭৫ সালে।

৪৫৪) "Sacred"-পবিত্র)এর সমার্থক শব্দ?
__Divine(স্বর্গীয়)

৪৫৫) He died(----)over eating.
__from

৪৫৬)বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে কী বলে?
__বিভক্তি

৪৫৭) কোনগুলো সঠিক বানান?
__Surveillance(নিরীক্ষণ),
__Encyclopaedia.

৪৫৮) দুই সন্তানের বয়সের গড় ১০ বছর ও মাতারসহ তাদের বয়সের গড় ১৭ বছর
হলে, মাতার বয়স কত?
__৩১ বছর
(২*১০=২০,৩*১৭=৫১,মাতা ৫১-২০=৩১)

৪৫৯) I'm fearful(----)enemies.
__of (fearful of অর্থ ভীত)

৪৬০)যে উপকারীর অপকার করে"
এক কথায় কী হবে?
__কৃতঘ্ন

৪৬১)ষোড়শ"গবেষণা,গায়ক,ভাবুক শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ কী?
__ষট+দশ,গো+এষণা,গৈ+অক,ভৌ+উক

৪৬২)"Do not hate the poor"Change voce?
__Let not the poor be hated.

৪৬৩) সুষম পঞ্চভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত?
__৭২ডিগ্রি(৫-২/৫*১৮০=১০৮-১৮০=৭২)

৪৬৪)নিরাপত্তা পরিষদের মোট সদস্য কত?
__১৫টি(স্থায়ী ৫+অস্থায়ী ১০=১৫টি)

৪৬৫)"অপরাজেয় বাংলা"ভাস্কর্যের স্থপতি কে?
__সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
(উদ্বোধন ১৯৭৯ ১৬ ডিসেম্বরে)

৪৬৬) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
__২ নং

৪৬৭)কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?
__দক্ষিণ আমেরিকা।

৪৬৮) দক্ষিণ আমেরিকা মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কত?
__১২টি।

৪৬৯)কলম্বিয়া দেশটির রাজধানীর নাম কী?
__বোগোটা(ভাষা-স্প্যানিশ,মুদ্রা-পেসো)

৪৭০)কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
__কালো।

৪৭১)কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত বন্ধ করতে সাহায্য করে?
__ভিটামিন কে।

৪৭২) ২০২২ সালে বিশ্বকাপ ফুলবল কোথায় অনুষ্ঠিত হবে?
__কাতারে।

৪৭৩)বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত?
__টঙ্গী ও খুলনাতে।

৪৭৪)যে জমিতে ফসল জন্মায় না- এক কথায় কী হবে?
__ঊষর।

৪৭৫)অর্বাচীন এর বিপরীত শব্দ কী?
__প্রাচীন


৪৭৬) The word "massacre"is__
__Noun & Verb

৪৭৭) ৬,৮,১০ এর গাণিতিক গড় ৭,৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান?
__৮

৪৭৮) We need two hundred dollars (----)this to pay for everything.
__besides

৪৭৯) প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে?
__অশোক মুখোপাধ্যায়

৪৮০) কতটি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
__৫১টি।

৪৮১) ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন?
__মির্জা আহমদ খান

৪৮২)"নাসাউ"কোন দেশের রাজধানী?
__বাহামা দ্বীপুঞ্জেরর।

৪৮৩)ম্যাক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম কী?
__সনোরো লাইন।

৪৮৪)রবীন্দ্রনাথ কত সালে নাইট"উপাধি পায় ও ত্যাগ করেন?
__পান ১৯১৫ সালে ত্যাগ করেন ১৯১৯ সালে।

৪৮৫) আধুনিক গীতিকবিতার স্রষ্টা বিহারীলালকে কে "ভোরের পাখি"উপাধি দেয়?
__রবীন্দ্রনাথ ঠাকুর।

৪৮৬) যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?
__প্রকৃতি।

৪৮৭) Milk and water"means?
__lifeless & dull

৪৮৮) কে প্রথম বলেন,পৃথিবী একটি বিরাট চুম্বক?
__গিলবার্ট(১৬০০ সালে)

৪৮৯)কোন জারক রস পাকস্থলিতে দুধ জমাট বাঁধায়?
__রেনিন।

৪৯০) বর্তমানে বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশের নাম কী?
__চীন।(বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ)

৪৯১) ১.২.৩.৫.৮.১৩.২১.৩৪....ধারাটির পরবর্তী সংখ্যা কত?
__৫৫

৪৯২)১-৩১ পর্যন্ত মৌলিক সংখ্যা কত?
__১১টি

৪৯৩)সর্বিপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের নাম কী?
__গামা রশ্মি।

৪৯৪) Synonymous of "Incredible"
__Unbelievable

৪৯৫) ০.২,০.০৪,০.০০৮,০.০০১৬ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
__০.০০০৩২

৪৯৬) The synonym of "brittle"
__Fragile(ভঙ্গুর)

৪৯৭)জীবদেহের অক্সিজেন গ্লোকোজ কোথায় সঞ্চিত থাকে?
__যকৃতে।

৪৯৮)প্রবকৃতিক উৎস হতে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি কোনটি?
__বৃষ্টির পানি।

৪৯৯)পানিকে বরফে পরিণত করলে কী পরিবর্তন হয়?
__আয়তন বাড়ে।

৫০০)ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ হতে উৎপন্ন হয়েছে?
__কৈলাশ শৃঙ্গের মানস সরোবর থেকে।

সংগৃহিতঃ ____রমজান____
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]