Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#669
২৫১) BRICS" কত সালে গঠিত হয়?
__২০০৮ সালে

২৫২) "BRICS" এর পূর্ব নাম কী?
__Bric

২৫৩) চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অঙ্গের সম্পর্ক তাকে কী বলে?
__সেরিব্রাম

২৫৪) Correct spelt?
__Supersede(রহিত/বাতিল করা)

২৫৫) কত সালে স্যার ম্যাকমোহন ভারত ও চীনের সীমান্ত চিহ্নিত করেন?
__১৯১৪ সালে(ম্যাকমোহন লাইন)

২৫৬) পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়স ৩৬ বছর।পুত্রের বয়স কত?
__১৮ বছর

৬০০টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?
__৫%

২৫৭) Which one is singular?
__index

২৫৮) হযরত মুহম্মদ(স:) ছিলেন একজন আদর্শ মানব"বাক্যটি?
__সরল

২৫৯)বাংলাদেশের জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেন?
__শিব নারায়ন দাস

২৬০) চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অঙ্গের সম্পর্ক তাকে কী বলে?
__সেরিব্রাম

২৬১) দুইটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং এদের ল.সা.গু ১৮০। সংখ্যা দুটি কী কী?
__৪৫, ৬০


২৬২) কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কী?
__বাঁধনহারা

২৬৩) ফিফার কার্যালয় কোথায় অবস্থিত?
__সুইজারল্যান্ডের জুরিখে

২৬৪) Which one is Reflexive pronoun?
__myself

২৬৫)কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
__ইরাক

২৬৬)"He was taken to task"বাংলা?
__তাকে তিরস্কার করা হয়েছিল

২৬৭) "ক্ষুধার্ত" শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ?
__ক্ষুধা+ঋত

২৬৮) বর্তমানে কোন দেশে ইতিহাসের জনক হেরোডোটাস জন্মগ্রহণ করেন?
__তুরস্কের হ্যালিকানাসাসে(৪৮৪খ্রি.পূ)

২৬৯)সবুজ গ্রহ বলা হয় কাকে?
__ইউরেনাসকে

২৭০)গোলাপি/লাল গ্রহ বলা হয় কাকে?
__মঙ্গলকে

২৭১)"সোনার পাথর বাটি ও উত্তম পুরষ"উপন্যাসটি দুটি কার?
__রশিদ করিম।

২৭২) ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ ছাত্র ফেল করলে পাশের হার কত?
__৭৫%

২৭৩)"আদালত"ইনকিলাব,শব্দটি কোন ভাষার?
__আরবি

২৭৪)"বজ্রে"তোমার বাজে বাঁশি" বজ্রে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
__অপাদানে ৭মী

২৭৫)"জাহান্নাম হইতে বিদায়"মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি কার?
__শওকত ওসমান


২৭৬) তালব্যবর্ণ কোনগুলো?
__উ, ঊ।

২৭৭)"Duchess"is feminine of__
__Duke

২৭৮)টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
__২৫%

২৭৯)কোন মুসলমান প্রথম নোবেল পুরস্কার পান?
__আনোয়ার সাদাত

২৮০) Article is used based on__
__Pronunciation

২৮১) "হ্যারি পটার"কী?
__একটি শিশুতোষ বই


২৮২) সুইডেনের মুদ্রার নাম কী?
__ক্রোনা

২৮৩) SIM"এর পূর্ণ রূপ কী?
__Subscriber Identity Module

২৮৪) ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
__৫০৫০

২৮৫)গ্রিনল্যান্ড" এর মালিকানা কোন দেশ?
__ডেনমার্ক

২৮৬)"গ্রিনল্যান্ডের"রাজধানীর নাম কী?
__গডথ্যাব

২৮৭) আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালি?
__বেরিং

২৮৮) কোনটি শুদ্ধ বানান?
__শুশুূষা

২৮৯)উয়ারী বটেশ্বর"কোথায় অবস্থিত?
__নরসিংদী

২৯০) বাংলা ১১৭৬ সালে ছিয়াত্তরের মন্বন্তরে কত লোকের প্রাণহানি ঘটে?
__১কোটি

২৯১) বাংলাদেশেন দীর্ঘতম গাছের নাম কী?
__বৈলাম(২৪০ফুট)

২৯২) "WHO" কত সালে প্রতিষ্ঠিত হয়?
__১৯৪৮ সালের ৭এপ্রিলে

২৯৩) জাতীয় স্মৃতিসৌধের অন্য কী নাম?
__সম্মিলিত প্রয়াস

২৯৪) "Dead Sea"কোথায় অবস্থিত?
__ইসরাইল ও জর্ডানের মধ্যে

২৯৫) সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয়?
__লাল আলোতে

২৯৬) ফরাসী বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়?
__১৭৮৯ সালে


২৯৭) উপমহাদের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে?
__ডা:জোহরা বেগম কাজী

২৯৮) পৃথিবীতে কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়?
__মেরু অঞ্চলে

২৯৯)"IC" চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী?
__Altair-8800

৩০০) সবচেয়ে শক্তিশালি সৌরচুল্লী তৈরি হয়েছে কোন দেশে?
__যুক্তরাষ্ট্রে

সংগৃহিতঃ _____রমজান______
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    368 Views
    by shohag
    0 Replies 
    1173 Views
    by rajib
    0 Replies 
    3526 Views
    by apple
    0 Replies 
    330 Views
    by tasnima
    0 Replies 
    557 Views
    by tamim

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]