Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#667
১৫১)Which one is a common noun?
__infant

১৫২)"Amicable" অর্থ কী?
__সৌহার্দপূর্ণ

১৫৩)বাংলা বর্ণমালায় ক'টি "ব"আছে?
__১টি

১৫৪)১+২+৩+৪......+৯৯=কত?
__৪৯৫০

১৫৫)বাক্য সংকোচন কী?
__একটি মাত্র শব্দ ব্যবহার করে ভাব প্রকাশ করা।

১৫৬)BRICS ধারণার প্রবর্তক কে?
__জিমও নিল(২০০১)

১৫৭)BRICS এর মূলমন্ত্র কী?
ক)সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি*
খ)সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি

১৫৮)ফিলিপাইন দেশ কতটি দ্বীপের সমন্বয়ে গঠিত?
__৭১০৭টি

১৫৯)মুসলিম অধ্যুষিত "মিন্দানাও"কোন দেশে অবস্থিত?
__ফিলিপাইনে

১৬০)বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কবে সংশোধন করা হয়?
__১৫জুলাই ১৯৭৩(যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণপরাধীদের বিচার)

১৬১)ঐশ্বর্য"এর বিপরীত শব্দ কী?
__নিঃস্ব

১৬২) "৯৯৯৯৯"এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২,৩,৪,৫,
এবং ৬ নিঃশেষে বিভাজ্য হবে?
__২১

১৬৩)লোভে পাপ,পাপে মৃত্যু"এর ইংরেজি অনুবাদ কী?
__Greed leads to sin and to death

১৬৪) "১২৫ এর ১২৫% কত?
__১৫৬.২৫

১৬৫)কোন বানানটি শুদ্ধ?
__অসমীচীন,মুমূর্ষু


১৬৬) "NAFTA" এর সদস্য দেশ কতটি?
__৩টি(যুক্তরাষ্ট্র, কানাডা,মেক্সিকো)

১৬৭) "অ্যাবাকাস" কী?
__এক প্রকার গণনা যন্ত্র

১৬৮)"অ্যাবাকাস"কোথায় আবিষ্কৃত হয়?
__খিস্টপূর্ব ৩০০০অব্দে ব্যাবিলনে

১৬৯)একটি গাড়ি ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো।কত টাকা বিক্রি করলে ১৬% লাভ হবে?
__৫২২০০ টাকা

১৭০)বাংলা ভাষায় মধ্যযুগ ছিল?
__১২০১-১৮০০সাল পর্যন্ত

১৭১)০.৯৬২৩-৩১=কত?
__-৩০.০৩৭৭

১৭২)Choose the correctly spelt?
__Soverereignty(সার্বভৌম ক্ষমতা)

১৭৩)একটি সংখ্যা ৬৫০ হতে যত বড়, ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত?
__৫৬০+৮২০/২=৭৩৫

১৭৪)বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুত শক্তি কোন প্রকারের শক্তিতে রূপান্তরিত হয়?
__শব্দ শক্তিতে

১৭৫)"শশব্যস্ত"কোন সমাস?
__শশকের ন্যায় ব্যস্ত=কর্মধারয় সমাস

১৭৬)মাইক্রোনেশিয়া এর অবস্থান হলো__
__পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে

১৭৭) "৬৫ ডিগ্রি পূরক কোণের পরিমাণ কত?
__২৫ডিগ্রি(৯০-৬৫=২৫)

১৭৮)FIFA প্রতিষ্ঠিত হয় কত সালে?
__১৯০৪ সালে

১৭৯)FIFA কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
__ফ্রান্সের প্যারিসে(সদস্য-২১১টি)

১৮০)জীবনতরী'কী?
__একটি ভাসমান হাসপাতাল

১৮১)জীবনতরী"কত সালে যাত্রা শুরু করে?
__১৯৯৯ সালে। মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট থেকে।

১৮২)বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ কে কী বলে?
__জ্যা বলে

১৮৩) The word "Reproduction"is a__
__noun

১৮৪)"গম্ভীর ধ্বনি"বাক্যসংকোচন কী?
__মন্দ্র

১৮৫)কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
__শুক্র গ্রহের

১৮৬)"বাগধারা"কোথায় আলোচিত হয়?
__বাক্যতত্ত্বে

১৮৭)"মহা পৃথিবী"কার কাব্যগ্রন্থ?
__জীবনানন্দ দাশের

১৮৮)"আরব বসন্ত বা রবিউল আরাবি"বলতে কী বুঝায়?
__২০১০ সালের শেষের দিকে আরবে বিভিন্ন দেশের শুরু হওয়া আন্দোলন।

১৮৯)The book"Man and Superman"is written?
__বার্নাড'শ

১৯০)কবে থেকে দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
__১ জানু,১৯৯৩

১৯১)"উচাটান"এর বিপরীত অর্থ কী?
__প্রশান্ত

১৯২)"আফতাব"শব্দের অর্থ কী?
__অর্ক বা সূর্য

১৯৩)A person leaves his or her country to settle in another country.
__Emigrant

১৯৪) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(BSEC)কত সালে প্রতিষ্ঠিত হয়?
__১৯৯৩ সালে

১৯৫)কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র ২য় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে?
__১৯৪১ সালের ১ডিসেম্বরে।

১৯৬) ঈষৎ পাংশুবর্ণ"এর বাক্য সংকোচন?
__কয়রা
(ঈষৎ পাণ্ডুবর্ণ=ধূসর,
ঈষৎ রক্তবর্ণ=আরক্তিম

১৯৭) নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা"
পংক্তিটি কার?
__রামনিধি গুপ্তের
(মোদের গরব,মোদের আশা-অতুল প্রসাদ

১৯৮)ঈশ্বরচন্দ্র কোন গ্রন্থে প্রথম যতি চিহ্নের সফল ব্যবহার করেন?
__বেতালপঞ্চবিংশতি(১৯৪৭)

১৯৯)কোথায় বাংলাদেশ,ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?
__রাঙামাটিতে

২০০) কর্বুর" শব্দের অর্থ কী?
__রাক্ষস

সংগৃহিতঃ রমজান
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]