Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#666
১০১) মোটরগাড়ির হেডলাইটে কীরূপ দর্পণ ব্যবহার করা হয়?
___উত্তল

১০২) সবচেয়ে হালকা মৌলের নাম কী?
___হাইড্রোজেন

১০৩) পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থের নাম কী?
___হীরক।


♥ Synonyms ♥
_________________________________
১০৪)→Bargain__Negotiation
১০৫)→Congregation__Association
১০৬)→Animosity__Malice
১০৭)→Imbed__Insert
১০৮)→Genesis__Beginning

#আন্তর্জাতিক_বিষয়াবলি_ও_ICT

১০৯)ডেনমার্কের রাজধানীর নাম কী?
__কোপেনহেগেন

১১০)সর্বাধিক ভাষার দেশের নাম কী?
__পাপুয়া নিউগিনি

১১১) ১ মাত্র ভাষার দেশের নাম কী?
__উত্তর-কোরিয়া

১১২)শ্বেত হাতির দেশ"হিসেবে খ্যাত কোন দেশ?
__থাইল্যান্ড

১১৩) ১৯১৮ সালের পূর্বে রাশিয়ার নাম কী ছিল?
__সেন্ট পিটার্সবার্গ

১১৪)উইনস্টল চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
__যুক্তরাজ্যের

১১৫)মুহাম্মদ গাদ্দাফি কত বছর লিবিয়ার ক্ষমতায় ছিলেন?
__৪২বছর

১১৬) NASA" কত সালে প্রতিষ্ঠিত হয়?
__১৯৫৮ সালে।

১১৭)আমেরিকার স্বাধীনতা কত সালে ঘোষণা করা হয়?
__১৭৭৬ সালে

১১৮)সমুদ্রের বধূ"নামে কোন দেশ পরিচিত?
__গ্রেট ব্রিটেন


১১৯)ফরমোজার"বর্তমান নাম কী?
__তাইওয়ান

১২০)ল্যান্ডমার্ক টাওয়ার"কোন দেশে অবস্থিত?
__জাপানের টোকিওতে।

১২১)হাওয়াই দ্বীপপুঞ্জ কোন রাষ্ট্রের অংশ?
__যুক্তরাষ্ট্রেরর

১২২) ২০২২ সালে ২২তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
__বার্মিংহাম যুক্তরাজ্য

১২৩)OPCW'র সর্বশেষ সদস্য দেশের নাম কী?
__ফিলিস্তিন(১৯৩তম)

১২৪)বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কী?
__South Sudanese Pound(SSP)

১২৫)চাবাহার"কোন দেশের সমুদ্রবন্দর?
__ইরানের

১২৬)Hwasong-15 আন্ত:মহাদেশীয় ক্ষেপনাস্ত্রটি কোন দেশের?
__উত্তর কোরিয়ার

#বিজ্ঞান_ও_প্রযুক্তি__

১২৭)বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ শতকরা কত?
__০.৮ভাগ

১২৮)নবায়নযোগ্য জ্বালানি কোনগুলো?
__পানি,সূর্যের আলো,পরমাণু শক্তি

১২৯)পরমাণু নিউক্লিয়াসে কী থাকে?
__নিউট্রন ও প্রোটন

১৩০)MKS পদ্ধতিতে সময়ের একক কী?
__সেকেন্ড

১৩১)ভারী পানির সংকেতের নাম কী?
__D2O

১৩২)ইউরি গ্যাগরিন কত সালে মহাশূন্যে যান?
__১৯৬১ সালে।

১৩৩)টেলিভিশনের ক্ষতিকর রশ্মির নাম কী?
__রঞ্জন রশ্মি(X-ray)

১৩৪)কার অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
__সালফারের অভাবে।

১৩৫)নিউমোনিয়া রোগে কোনটি আক্রান্ত হয়?
__ফুসফুস

১৩৬)সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় কোথা থেকে?
__বৃষ্টি হতে।

১৩৭)পানির ছোট ছোট ফোঁটা কোন কারণে গোলাকার হয়?
__পৃষ্ঠটানের জন্য

১৩৮)শুষ্ক বরফ তৈরিতে কী ব্যবহৃত হয়?
__CO2

১৩৯)ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি?
__এস্টার

১৪০)যক্ষ্মা রোগের কারণ কী?
__ব্যাকটেরিয়ার আক্রমণ

১৪১)স্ট্রিট ভাইরাস কী?
__রেবিস ভাইরাস

১৪২)কৃত্রিম জিন আবিষ্কার করেন কে?
__হরগোবিন্দ খোরানা

১৪৩)রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াকে কী বলে?
__রক্তশূন্যতা

১৪৪)ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে?
__অ্যালবুমিন

১৪৫)বাংলাদেশে প্রথম মোবাইল অপারেটর এর নাম কী?
__সিটিসেল।

১৪৬)) "Contaminate" means?
__pollute

১৪৭) কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?
__(খ,ঝ)

১৪৮) He is___European.
___a

১৪৯)কোনটি ক্ষুদ্রতম সংখ্যা/
___৫/২৭

১৫০)কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়?
__শৈলজ

সংগৃহিতঃ _____রমজান___
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    3249 Views
    by apple
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    212 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]