Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4746
১.১ কুইন্টালে কত কিলোগ্রাম? (সহকারী শিক্ষক ২০০৭)
-১০০ কিলোগ্রাম
ব্যাখ্যা:
১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
২.১ কিমি= কত মাইল? (সহকারী শিক্ষক ২০০৭)
-০.৬২ মাইল
সমাধান:
১ মাইল = ১.৬১ কিলোমিটার
১ কিলোমিটার = ০.৬২ মাইল
৩.একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর পরিসীমা কত? (সহকারী শিক্ষক ২০০৬)
-১২০ মি
ব্যাখ্যা: ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a মিটার
প্রশ্নমতে,
a²=৯০০ বর্গমিটার
বা, a = ৩০ মিটার
সুতরাং বর্গক্ষেত্রটির পরিসীমা=৪ a
=(৪x৩০) মিটার
=১২০ মিটার
৪.১ নটিক্যাল মাইল সমান – (সহকারী শিক্ষক ২০০৫)
-১.১৫ মাইল
ব্যাখ্যা:
১ নটিক্যাল মাইল = ৬০৮০ ফুট বা ১.১৫ মাইল
৫.১ টন কত কেজির সমান? (সহকারী শিক্ষক ২০০৫)
-১০১৬ কেজি
ব্যাখ্যা: ১ টন = ১০১৬ কেজি
১ টন – ৯০৭ কেজি
১ মেট্রিক টন = ১০০০ কেজি
এবং ১ কুইন্টাল = ১০০ কেজি
৬.একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য ও প্রস্থ হবে যথাক্রমে – (প্রধান শিক্ষক ২০০৮)
-১২ মি ও ১০ মিটার
ব্যাখ্যা: ধরি প্রস্থ ক মিটার
সুতরাং দৈর্ঘ্য =ক+২ মিটার
শর্তমতে,
২ {ক+(ক+২)} = ৪৪
বা, ২ক+২=২২
বা, ২ক=২০
সুতরাং ক= ১০
সুতরাং দৈর্ঘ্য= (১০+২) মিটার
=১২ মিটার এবং প্রস্থ ১০ মিটার
৭.১ ঘনমিটার সমান কত লিটার? (প্রধান শিক্ষক ২০০২)
-১০০০ লিটার
ব্যাখ্যা: ১ ঘনমিটার =১০০০ লিটার
এবং ১ ঘন সেমি = ১ মিলি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    20 Views
    by bdchakriDesk
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]