Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4724
১.বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়?
-১ জানুয়ারি ১৯৯২
২.বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে?
-১৯৭৪ সালে
৩.কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়?
-১৭ জন
৪.বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
-কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন
৫.প্রথমিক শিক্ষার সময়সীমা –
-৬-১০+ বছর
৬.ব্যানবেইস এর তথ্যানুযায়ী বাংলাদেশে বর্তমানে স্বাক্ষরতার হার কত?
-৬৫.৫
৭.বর্তমানে বাংলাদেশে শিক্ষিতের হার –
-৭২.৩%
৮.বাংলাদেশে প্রাথমিক স্কুলে বছরে কত ঘন্টা পড়ানো হয়?
-৫৪৪ ঘন্টা
৯.সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কোন শ্রেনী থেকে ইংরেজি ভাষা শেখানো হয়?
-প্রথম শ্রেনী
১০.প্রাথমিক শিক্ষা আইন কোন সালে পাস হয়?
-১৯৯০ সালে।
১১.বাংলাদেশে কত সালের মধ্যে সবার শিক্ষা নিশ্চিত করার কর্মসুচি গ্রহণ করা হয়েছে?
-২০৩০ সালের মধ্যে
১২.আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি?
-ছাত্র-ছাত্রীদের ঝড়ে পড়া
১৩.বর্তমানে কতটি থানায় প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক কর হয়েছে?
-৬৮
১৪.কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
-১ জানুয়ারি ১৯৯৩
১৫.ব্যানবেইস এর তথ্যমত বর্তমানে বাংলাদেশে প্রাথমিক স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা কত?
-প্রায় ১ কোটি ৭৫ লাখ
১৬.বর্তমানে বাংলাদেশে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত?
-৪৯.২৫: ৫০: ৭৫
১৭.প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন কোন সালে পাস হয়?
-১৯৯০ সালে
১৮.আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি?
-ছাত্র-ছাত্রীদের ঝড়ে পড়া
১৯.বাংলাদেশে প্রাথমিক স্তরে শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়সসীমা কত?
-৬ থেকে ১০+ বছর
২০.প্রাথমিক স্তরে ধর্ম বই পড়ানো হয় কোন শ্রেনী থেকে?
-তৃতীয় শ্রেনী থেকে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    342 Views
    by tamim
    0 Replies 
    285 Views
    by raja
    0 Replies 
    116 Views
    by bdchakriDesk
    0 Replies 
    286 Views
    by shohag
    0 Replies 
    3302 Views
    by apple

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]