Let's Discuss!

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4584
১.নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়?
-১০২৪
ব্যাখ্যা: আমরা জানি, যে সংখ্যার বর্গমূল করা যায়, তার ভাজক সংখ্যা বিজোড়
সুতরাং √১০২৪=৩২
২.p এর মান কত হলে 4x²-px+9 একটি পূর্ন বর্গ হবে?
-12
ব্যাখ্যা: 4x²-px+9
=4x²-2.2x.3+(3)²-px
=(2x-3)²-px
সুতরাং -px=-12x
সুতরাং P=12
৩.নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
-1.5
ব্যাখ্যা: √2=1.414--- এবং √3=1.732 ---
সুতরাং √2 ও √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যাটি 1.5।
৪.বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্ন মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?
-২০টি
ব্যাখ্যা: ধরি,
প্রশ্নের সংখ্যা ক
প্রশ্নমতে,
১৫+ক-২০/৩
=কx০.৭৫
বা, ক=২০
৫.নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?
-১২ ঘন্টা
ব্যাখ্যা: স্রোতের অনূকুলে নৌকার বেগ ঘন্টায় ১৫ কিমি।
এবং প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় ৫ কিমি
৪৫ কিমি অতিক্রম করতে সময় লাগে=৫কিমি
৪৫ কিমি অতিক্রম করতে সময় লাগে=৪৫/১৫ ঘন্টা=৩ ঘন্টা
এবং ৪৫ কিমি ফিরে আসতে সময় লাগে=৪৫/৫ ঘন্টা=৯ ঘন্টা
সুতরাং মোট সময় লাগে = (৩+৯) ঘন্টা
=১২ ঘন্টা
৬.৮, ১১, ১৭, ২৯, ৫৩-----। পরবর্তী সংখ্যাটি কত?
-১০১
ব্যাখ্যা: ৮+৩=১১
১১+৬=১৭
১৭+১২=২৯
২৯+২৪=৫৩
৫৩+৪৮=১০১
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  372 Views
  by Mamun4171
  0 Replies 
  345 Views
  by 96tipu
  0 Replies 
  264 Views
  by rafique
  0 Replies 
  232 Views
  by rafique
  0 Replies 
  256 Views
  by Jitsaha7060