Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4420
১.ঘড়িতে এখন ৮ টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো –
-১২০॰
ব্যাখ্যা: মধ্যবর্তী কোণ = (১১x০-৬০x৮॰/২)
= (-৪৮০॰/২)
=২৪০॰
মধ্যবর্তী কোণ = ৩৬০॰-২৪০॰
=১২০॰
২.১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
-৭
ব্যাখ্যা: ২৩-১৭
=৬+আগামীকাল
=৬+১
=৭ তারিখ
৩.০.০৩, ০.১২, ০.৪৮ শূন্যস্থানে কত হবে?
-১.৯২
ব্যাখ্যা: এখানে ১ম পদ =০.০৩
২য় পদ=০.০৩x৪=০.১২
৩য় পদ=০.১২x৪=০.৪৮
৪র্থ পদ=০.৪৮x৪=১.৯২
ধারাটি হবে ০.০৩, ০.১২, ০.৪৮, ১.৯২।
৪.ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায় –
-সংসারের প্রতি গভীর মনোযোগ দিবেন
৫.আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক আছে?
-১১ জন
৬.ক খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা চ, ঘ এর পুত্র। চ এর সংগে ক এর সম্পর্ক কী?
-ক এর মামা চ
ব্যাখ্যা: ঘ এর পুত্র চ। খ ওগ হলো ঘ এর কন্যা এবং ক হলো খ এর পুত্র। তাই ঘ, ক এর নানী এবং নানীর পুত্র স্বভাবতই মামা।
৭.প্রাণদ: জল:: মহীজ:?
-গ্রহ
ব্যাখ্যা:মহীজ শব্দের অর্থ আসামি।
৮.A, ?, S, S, ?, M, B, L
-T, B
৯.(3√3X3√4) ^6=কত?
-144
ব্যাখ্যা: (3√3X3√4) ^6=.(3√3X3√4) ^3X2
=9X16
=144
১০.4x+4x+4x+4x এর মান নিচের কোনটি?
-2^2x+2
ব্যাখ্যা: 4x+4x+4x+4x=4.4x
=2^2.2^2x
=2^2x+2
১১.নিচের কোনটি (√5-√3) এর সমান?
-2/√3+√5
ব্যাখ্যা: (√5-√3)
= (√5-√3) (√5+√3)/ (√5+√3)
= 5-3/√5+√3
=2/√3+√5
১২.x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?
-y²-x²/xy
ব্যাখ্যা: x/y-x/y=y²-x²/xy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]