Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4398
১. ১+৫+৯+-----+৮১=?
-৮৬১
ব্যাখ্যা: n তম পদ=a+(n-১) d
=>৮১=১+৪n-৪
=>৪n=৮১+৩
=> n=২১
Sn=n/2{2a+(n-১)d
=২১/২x {2x১+২০x৪}
=২১/২x৮২
=২১x৪১
=৮৬১
২.প্রশ্নবোধক চিহ্ন স্থানে কী বসবে?
-K8
৩.যদি ৫+৩=২৮
৯+১=৮১০
২+১=১৩ হয় তবে
৫+৪=?
-১৯
ব্যাখ্যা: অংকদ্বয়ের যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল।
৪.ইংরেজি বর্ণমালার ধারাবাহিক ভাবে ১৮ তম অক্ষরের বামদিকে ১০ ম অক্ষর কোনটি?
-H
৫.√১৫.৬০২৫=?
-৩.৯৫
৬.৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?
-২৮
ব্যাখ্যা: এখানে দুটি ধারা বিদ্যমান।
প্রথমটি: ৩, ৪, ৫, ৬
দ্বিতীয়টি: ৭, ১৪, ২১, ২৮
অষ্টম সংখ্যাটি হবে ২৮।
৮.দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?
ব্যাখ্যা: দুটি সমান্তরাল রেখা কখনও একটিকে অপরটি ছেদ করে না।
৯.ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?
-৮ কেজি
১০.আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
-OTTO
১১.সঠিক বানান কোনটি?
-কুসংস্কার
ব্যাখ্যা: সঠিক বানানটি হলো কুসংস্কার।
১২.আয়না থেকে ২ ফুট দুরত্বে দাঁড়িয়ে আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?
-২ ফুট
১৩.২এর কত শতাংশ ৮ হবে?
-৪০০
১৪.প্রশ্নোবোধক স্থানে কোনটি বসবে?
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ (?)
-২
১৫.প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
-৩১
১৬.সঠিক উত্তর কোনটি?
--------- ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।
-সচেতনতা
ব্যাখ্যা: বিভিন্ন সংক্রামক ব্যাধির আক্রমণ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সচেতনা প্রয়োজন।
১৭.শব্দ: কর্ণ: আলো:?
-চক্ষু
১৮.প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
২ √৯ ৪ √২৫ ?
-৬
১৯.কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় আপনি কি করবেন?
-আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নিবেন
২০.কোন বানানটি শুদ্ধ?
-প্রতিযোগীতা
ব্যাখ্যা: শুদ্ধ বানান – প্রতিযোগীতা।
২১.নিচের কোনটি শুদ্ধ বানান?
-শ্বশুর
ব্যাখ্যা: শুদ্ধ বানান -শ্বশুর।
২২..০৩x.০০৬x.০০৭=?
-.০০০০০১২৬
ব্যাখ্যা: .০৩x.০০৬x.০০৭
=.০০০০০১২৬
২৩.নিচের দুটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?
৭/?=?/৩৪৩
-৪৯
২৪.নিচের নম্বর সিরিজে কোনটি বসবে?
-৩৮৪০
২৫.আপনার কাছে পাঁচটি আধুলি ৮টা সিকি আছে। আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?
-০৫
২৬.১২ এর কত শতাংশ ১৮ হবে?
-১৫০
ব্যাখ্যা: ১৮, ১২ এর শতকরা = ১৮/১২x১০০%
=১৫০%
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]