Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4336
৫১.বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির রচয়িতা কে?
-ড. মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা: ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ বাংলা সাহিত্যের কথা।
৫২.sweet ____ the user of adversity.
-are
৫৩.Which of the following is in plural form?
-media
৫৪.Congratulations ____ your success.
-on
৫৫.কোন Test টি Aggregate এর জন্য প্রযোজ্য?
-Los Angeles Abrasion
৫৬.পানির লবণাক্ততা কোনটির মাধ্যমে নির্নয় করা হয়?
-ক্লোরাইড আয়ন
ব্যাখ্যা: পানির লবণাক্ততা ক্লোরাইড আয়নের মাধ্যমে নির্নয় করা হয়।
৫৭.কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
-পারদ ও সিজিয়াম
ব্যাখ্যা: পারদ ও সিজিয়াম ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে।
৫৮.singly reinforced beam এ কোন zone এ reinforcement দেয়া হয়?
-Tensile zone
৫৯.This is ____ unique opportunity.
-a
৬০.হালদা নদী কিসের জন্য বিখ্যাত?
-একটি প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র
ব্যাখ্যা: একটি প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র এর জন্য হালদা নদী বিখ্যাত।
৬১.কোন বানানটি শুদ্ধ?
-সমীচীন
ব্যাখ্যা: শুদ্ধ বানান সমীচীন।
৬২.বিটুমিন এর গ্রেড নির্নয়ে কোন Test করা হয়?
-Penetration test
ব্যাখ্যা: বিটুমিন এর গ্রেড নির্নয়ে Penetration test করা হয়।
৬৩.ম্যাডোনা-৪৩ চিত্রকর্মটি কিসের ওপর আঁকা?
-দুর্ভিক্ষের উপর
ব্যাখ্যা: ম্যাডোনা-৪৩ চিত্রকর্মটি দুর্ভিক্ষের উপর আঁকা হয়।
৬৪.মজলুম আদিব কার ছদ্মনাম?
-শামসুর রহমান
ব্যাখ্যা: শামসুর রহমানের ছদ্মনাম মজলুম আবিদ।
৬৫.একটি column এর দুই প্রান্ত Fixed থাকলে তার Equivalent Length কত?
-L/2
৬৬.What kind of noun ‘money’ is?
-uncountable
৬৭.The feminine gender of ‘drone’ is ____.
-bee
৬৮.It rained here yesterday, ___? The appropriate tag question will be:
-didn’t it
৬৯.Principal plane এ কোন stress থাকে?
-Normal
৭০.Identify the correct spelling:
-superstition
৭১.একটি Slab এর gross sectional area এর কত% reinforcement ব্যবহার করতে হবে?
-0.15%
৭২. একটি Soil এর Volume of voids=volume of solids হলে porosity=?
-0.5
৭৩.Each of the boys _____ present in the class.
-is
৭৪. রক্তের তরল অংশের নাম কী?
-প্লাজমা
ব্যাখ্যা: রক্তের তরল অংশের নাম হলো প্লাজমা।
৭৫.চন্দ্রশেখর উপন্যাস কার লেখা?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: চন্দ্রশেখর উপন্যাস বঙ্কিমচন্দ্রের লেখা।
৭৬.Linearly distributed load এর ক্ষেত্রে beam এর shear force diagram এর shape কেমন হবে?
-Linear
৭৭.বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে –
-২০১০ সালে
ব্যাখ্যা: ২০১০ সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে।
৭৮.বাংলা সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে?
-অনুচ্ছেদ ২১
৭৯. একটি Channel section কিসের সমন্বয়ে গঠিত?
-two flanges, one web
৮০.Cement এর consistency কোন apparatus দিয়ে নির্নয় করা হয়?
-Vicat
৮১.Very soft clay এর unconfined compressive strength কত হয়?
-10-25 kPa
৮১.বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ খেতাব কোনটি?
-বীরপ্রতীক
ব্যাখ্যা: বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ খেতাব বীর প্রতীক।
৮২.Points এবং crossing এ যে ballast ব্যবহার করা হয় তার Normal size কত?
-25 mm
৮৪.বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটি বেশি দায়ী?
-কার্বন-ডাই অক্সাইড
৮৫.একটি square column এর longitudinal bar dia =16 mm হলে tie bar এর dia কমপক্ষে কত হতে হবে?
-10 mm
৮৬.Uniformity coefficient=?
-D60/D10
৮৭.নিরাপদ পানির BOD কত হবে?
-0
৮৮.বাংলাদেশের ট্রেজারি বিল ইস্যু করার এখতিয়ার কার?
-বাংলাদেশ ব্যাংক
৮৯.একটি soil এর Volume of voids= volume of soils হলে Void ratio=?
-1.0
৯০.The boy wants to go home. Identify the phrase ‘to go home’.
-adverb phrase
৯১.কোনটি পানির Disinfection এ ব্যবহৃত হয়?
-O3
৯২.বেগম পত্রিকার সম্পাদক কে ছিলেন?
-সুফিয়া কামাল
ব্যাখ্যা: বেগম পত্রিকার সম্পাদক ছিলেন সুফিয়া কামাল।
৯৩.একটি cohesionless soil এর ক্ষেত্রে water table যদি ground surface পর্যন্ত চলে আসে তাহলে ultimate bearing capacity আনুমানিক কত% কমে যায়?
-50%
৯৪.Slump test করা হয় কোন Material এর?
-Concrete
৯৫.What is the passive voice of the sentence? His conduct annoyed me’.
-I was annoyed at his conduct
৯৬.Uniformly distributed load এর ক্ষেত্রে Beam এর bending moment diagram এর shape কেমন হবে?
-parabolic
৯৭.ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৮০০ সালে
ব্যাখ্যা: ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়।
৯৮.COP 24 কোথায় অনুষ্ঠিত হয়?
-কেটুইয়েস (পোল্যান্ড)
৯৯.কোন Factor টি per capita water demand affects করে?
-মানুষের দৈহিক গঠন
১০০.soil এর Degree of saturation এর জন্য কোন Range প্রযোজ্য?
-0<s<100
ব্যাখ্যা: Soil এর degree of saturation সর্বোচ্চ 1 এবং সর্বনিম্ন 0।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    23 Views
    by bdchakriDesk
    0 Replies 
    200 Views
    by shohag
    0 Replies 
    276 Views
    by bdchakriDesk
    0 Replies 
    210 Views
    by bdchakriDesk
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]