Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4312
১.মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের প্রেক্ষাপট কী?
-ভাষা আন্দোলন
ব্যাখ্যা: মুনীর চৌধূরীর রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক ‘কবর’।
২.CPM করতে কোনটি দরকার হয়?
-single time estimate
ব্যাখ্যা: CPM হলো একটি আদর্শ প্রক্রিয়া।
৩.He became rich overnight. What part of speech is ‘overnight’?
-an adverb
ব্যাখ্যা: এই বাক্যের overnight শব্দটি adverb।
৪.The nightingale is a singing bird. In this sentence ‘singing’ is a/an –
-participle
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে singing শব্দটি participle.
৫.I came home after the rain ---
-had stopped
৬.Runway pavement-এর depression এবং undulation কী কারণে হয়?
-Punching effect
৭.The doctor took the round in the hospital. Here ‘round’ is a/an –
-noun
ব্যাখ্যা: Article এর পরের একটি word থাকলে noun হয়।
৮.’নূরলদীনের সারাজীবন কী?
-কাব্যনাট্য
৯.ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
-জন্মু-কাশ্মীর ও লাদাখ
ব্যাখ্যা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জন্মু-কাশ্মীর ও লাদাখ।
১০.নিকোবর দ্বীপ এর মালিকানা কোন দেশ?
-ভারত
১১.কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
-সুন্দরবন।
ব্যাখ্যা: সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে।
১২.বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
-চর্যাপদ
১৩.Alumni is the plural form of –
-alumnus
১৪.সঞ্চয়িতা কার কাব্য সংকলন?
-রবীন্দ্রনাথ ঠাকুরের
১৫.4 cm thick একটি floor এর জন্য 100 sq m cement concrete এ cement এর পরিমাণ কত?
-0.9 m³
১৬.বাংলাদেশের ডাক বিভাগের স্লোগান কী?
-সেবাই আদর্শ
১৭.রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে স্যার উপাধিতে ভূষিত করেন?
-১৯১৫
ব্যাখ্যা: ১৯১৫ সালে রবীন্দ্রনাথকে স্যার উপাধিতে ভূষিত করা হয়।
১৮.Dobly reinforced beam-এ steel reinforcement কোথায় দেয়া হয়।
-Tensile ও compressive zone
১৯.Fine aggregate এর সর্বোচ্চ size কত?
-4.75 mm
২০.কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি?
-মৃত্যুক্ষুধা
২১.Mandatory traffic sign – এর আকৃতি কী ধরনের?
-গোলাকার
২২.CPM এ critical activity এর total float এর মান কত?
-0
২৩.সবচেয়ে efficient cross-setion কোনটি?
- Trapezoidal
২৪.একটি Slab একাধিক span এর উপর বিস্তত হলে, negative bending moment কোথায় হয়?
-end support
২৫.জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?
-১৯৪৮ সালে
ব্যাখ্যা: জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি ১৯৪৮ সালে অনুমোদিত হয়।
২৬.The greater the demand, --- the price.
-the higher
২৭.একটি RCC column এর main bar dia কত হবে?
-16 mm
২৮.ব্রাহ্মণসমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
-রামমোহন রায়
ব্যাখ্যা: রামমোহন রায় ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন।
২৯.অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কী?
-নিষ্ফল আবেদন
ব্যাখ্যা: অরণ্যে রোদন = নিষ্ফল আবেদন।
৩০.কুড়িল দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
-জাপান ও রাশিয়া
৩১.Lateral ties এর diameter কত এর কম হওয়া যাবে না?
-10 mm
৩২.Which word is the determiner in the sentence Will it take much time?
-much
৩৩.অগ্নির সমার্থক শব্দ কী?
-অনল
৩৪.রামায়ণ রচয়িতা কবি চন্দ্রবতীর জন্মস্থান কোথায়?
-কিশোরগঞ্জ
ব্যাখ্যা: রামায়ণ রচয়িতা কবি চন্দ্রবতী কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন।
৩৫.SDG-তে কয়টি Goal আছে?
-১৭টি
৩৬.We work every day except Friday. What part of speech is ‘except’?
-preposition
৩৭.কোনটি ন্যাটোর সদস্য দেশ নয়?
-সুইডেন
৩৮.কোনটি মহাপ্রাণ ধ্বনি?
-ঝ
ব্যাখ্যা: মহাপ্রাণ ধ্বণি ঝ।
৩৯.Airport construction কে কী হিসেবে দেখা হয়?
-Heavy construction
৪০.কোন নদী বাংলাদেশের উৎপন্ন হয়ে বাংলাদেশের জলসীমায় সমাপ্ত হয়েছে?
-সাঙ্গু নদী।
ব্যাখ্যা: সাঙ্গু নদী বাংলাদেশের উৎপন্ন হয়ে বাংলাদেশের জলসীমায় সমাপ্ত হয়েছে।
৪১.Closed contour-এ যদি ভিতরের দিকে মান বাড়তে থাকে তা কী নির্দেশ করে?
-Hillock
৪২.নির্মাণ কাজ কত উচ্চতার বেশি হলে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয়?
-১.৫ মিটার
ব্যাখ্যা: নির্মান কাজ ১.৫ উচ্চতার বেশি হলে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয়।
৪৩.একটি Rectangular Beam এর সর্বোচ্চ shear stress এবং গড় shear stess এর অনুপাত কত হয়?
-1.5
৪৪.There were ---- guests than I expected.
-fewer
৪৫.কৃত্রিম শব্দের বিপরীত শব্দ লিখুন।
-অকৃত্রিম
ব্যাখ্যা: কৃত্রিম শব্দের বীপরিত শব্দ অকৃত্রিম।
৪৬.Flat slab যে অংশটি column এর চারপাশে থাকে এবং যার thickness অপেক্ষাকৃত পুরু হয় তাকে কী বলে?
-Drop
৪৮.কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
-পায়ের আওয়াজ পাওয়া যায়
ব্যাখ্যা: পায়ের আওয়াজ পাওয়া যায় এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
৪৯.ইয়ংবেঙ্গল আন্দোলন পুরোধা-ব্যক্তি কে ছিলেন?
-হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
ব্যাখ্যা: ইয়ংবেঙ্গল আন্দোলন পুরোধা-ব্যক্তি ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
৫০.কোনটি কারণে পানির Alkalinity হয়?
-OH, HCO3, CO3, সবগুলো
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    39 Views
    by bdchakriDesk
    0 Replies 
    209 Views
    by shohag
    0 Replies 
    283 Views
    by bdchakriDesk
    0 Replies 
    210 Views
    by bdchakriDesk
    0 Replies 
    67 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]