Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4311
১.যদি ABC=ZYX হয়, তবে GIVV=?
-TREE
ব্যাখ্যা:র A=Z
B=Y
C=X
G=T
I=R
V=E
সুতরাং GIVV= TREE.
২.যদি চ x G=82 হয় তবে J x ট=?
-১১০
ব্যাখ্যা: J x ট=১০ x ১১
=১১০
৩.ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউিইয়র্ক যাওয়ার সময় দিনের সময় কালকে অপেক্ষকৃত ছোট মনে হয়, কেন?
-পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
ব্যাখ্যা: পৃথিবী সূর্যের চারদিকে ঘূর্নায়মান।
৪.বাংলা ব্যাঞ্জণবর্ণ-মালায় ম অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
-ন
৫.শুদ্ধ বানান কোনটি?
-অধোগতি
৬.সঠিক বানান কোনটি?
-Indwelling
ব্যাখ্যা: সঠিক বানানটি হলো - Indwelling যার অর্থ হলো ভিতরে বসবাসকারী।
৭.কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
-আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি
ব্যাখ্যা: আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি এই বাক্যগুলো শুদ্ধ।
৮.UNICEF এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
ব্যাখ্যা: আয়নায় যেকোনো শব্দকে উল্টো দেখায়।
৯.রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে –
-টেনে নিয়ে যাওয়া হয়
ব্যাখ্যা: টানার ক্ষেত্রে রোলারের ওজন কমে যাওয়ার কারণে রোলার ঠেলা অপেক্ষা সহজ হয়।
১০.ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি রাখতে হবে?
-১৪০
ব্যাখ্যা: বামদিকে ৭ মিটার দূরত্বের জন্য ওজন ১০০ কেজি। সুতরাং ৫ মিটার দূরত্বের জন্য ওজনের পরিমাণ ১৪০ কেজি।
১১.একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। সে শুরু স্থান থেকে কত মাইল দূরে?
-২০
১২..১X.০১X.০০১=?
-.০০০০০১
ব্যাখ্যা: .১X.০১X.০০১
=১/১০X১/১০০X১/১০০০
=১/১০০০০০০
=০.০০০০০১
১৩.সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে?
-নাইট্রোজেন
ব্যাখ্যা: সমুদ্রতীরে নাইট্রোজেনের প্রাচুর্যই বেশি।
১৪.’তাম্বুলিক’ শব্দের সমার্থক কোনটি?
-তামসিক
ব্যাখ্যা: তাম্বুলিক অর্থ বারুই, পর্ণকর।
১৫.যদি ৯X৭=৩৫৪৫ এবং ৪X৩=১৫২০ হয় তবে, ৬X৮=?
-৪০৩০
১৬.একজন লোক A অবস্থান থেকে হেটে ডান দিকে ১০ ফুট, অত:পর বামদিকে ২০ ফুট তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌছল। Aও Bএর মধ্যকার দূরত্ব কত ফুট?
-১০ ফুট
১৭নিচের কোনটি মৌলিক সংখ্যা?
-৪৭
১৮.যদি 2X3=812, 4X5=1620 হয় তবে 6X7=?
-2428
১৯.০.৪X০.০২X০.০৮=?
-০.০০০৬৪
ব্যাখ্যা: ০.৪X০.০২X০.০৮
=৪/১০ X ২/১০০X ৮/১০০
=০.০০০৬৪
২০.নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
-৫/৮
২১.ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রী হবে?
-১২০॰
২২.নিচের উপমাটি পূর্নকারী শব্দ কোনটি? Finger: Hand:: Leaf:
-Twig
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3249 Views
    by apple
    0 Replies 
    387 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    211 Views
    by shohag
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]