Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4254
১.কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
-আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যা: ‘ধূমকেতু’ এর পূজা সংখ্যায় ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা প্রকাশিত হলে কবি কারারুদ্ধ হন এবং একবছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত হন।
২.প্র, পরা, অপ ----
-সংস্কৃত উপসর্গ
৩.টি, টি, খানা ইত্যাদি –
-পদাশ্রিত নির্দেশক
ব্যাখ্যা: কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত নির্দেশক বলে।
৪.’ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ -এর রচয়িতা কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ।
৫.’লাঠালাঠি’ ---- এটি কোন সমাস?
-ব্যতিহার বহুব্রীহি সমাস
ব্যাখ্যা: ক্রিয়ার পারস্পারিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়।
৬.’যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম’ – এটি কোন জাতীয় বাক্য?
-মিশ্র বাক্য
৭.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
-মৃত্যুক্ষুধা
৮.বনফুল – কার ছদ্মনাম?
-বালাই চাঁদ মুখোপাধ্যায়
ব্যাখ্যা: বালাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ‘বনফুল’ ।
৯.কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
-পাকা আম
ব্যাখ্যা: পাকা আম – পক্ক।
১০.’পাখি সব করে রব রাতি পোহাইলো’ -পঙক্তিটির রচয়িতা কে?
-মদন মোহন তর্কালংকার
১১.’জয়গুন’ --- কোন উপন্যাসের চরিত্র?
-সূর্যযদীঘল বাড়ি
১২.’নবান্ন’ --- শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
-সমাস
ব্যাখ্যা: নবান্ন=নতুন ধানের অন্ন (বহুব্রীহি সমাস)।
১৩.’তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’ – রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
-শেষলেখা
১৪.’নেমেসিস’ কোন জাতীয় রচনা?
-নাটক
১৫.দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
-এজেন্ট
ব্যাখ্যা: এজেন্ট ইংরেজি শব্দ।
১৬.উপসর্গ কোনটি?
-অতি
ব্যাখ্যা: অতি একটি সংস্কৃত উপসর্গ।
১৭.কোন শব্দটি ফারসি?
-পেরেশান
ব্যাখ্যা: পেরেশান ফারসি শব্দ।
১৮.’দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
-সিন্ধুহিন্দোল
১৯.’বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৫৫ সালে
২০.কোন নাটকটি সেলিম আলদীনের –
-মনতাসীর ফ্যান্টাসী
২১.’তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে তাপসমালা কে রচনা করেন?
-গিরিশচন্দ্র সেন
২২.উদাসীন পথিকের মনের কথা – কোন জাতীয় রচনা?
-আত্মজৈবনিক উপন্যাস
২৩.ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে?
-আলালের ঘরের দুলাল
২৪.বত্রিশ সিংহাসন কার রচনা?
-মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
২৫.কোন গ্রন্থটি মহাকাব্য?
-বৃত্র সংহার
ব্যাখ্যা: বৃত্রসংহার – মহাকাব্য – হেমচন্দ্র বন্দোপাধ্যায়।
২৬.কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যকরণ মুদ্রণ করেন?
-ব্রাসি হ্যালহেড
২৭.কোনটি দীনবন্ধু মিত্রের লেখা?
-কমলে কামিনী
ব্যাখ্যা: কমলে কামিনী – নাটক – দীনবন্ধু মিত্র।
২৮.তত্ত্বাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন –
-অক্ষয়কুমার দত্ত
২৯.ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় –
-১৮০১ সালে
ব্যাখ্যা: ফোর্ট উইলিয়াম কলেজ খোলা হয় ১৮০১ সালে।
৩০.’রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর’ কার রচনা?
-জ্ঞান দাস
৩১.মহুয়া পালাটির রচয়িতা –
-দ্বিজ কানাই
ব্যাখ্যা: মৈয়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালা মহুয়া। এর রচয়িতা দ্বিজকানাই।
৩২.’যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্ট বেটাই চোর’ – এখানে হারায় কোন ধাতু?
-প্রযোজ্য ধাতু
৩৩.ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
-কৃষ্ণনগর রাজসভা
৩৪.নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
-উনপঞ্চাশের মন্বন্তর
৩৫.সাজাহান নাটকের রচয়িতা কে?
-দ্বিজেন্দ্রলাল রায়
৩৬.চৌ-হদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রয়েছে?
-ফারসি+আরবি
৩৭.ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম –
-বাংলা সাহিত্যের কথা
৩৮.শাহনামা মৌলিক শব্দটি কার?
-ফেরদৌসি
৩৯.ব্যালাড কি?
-গীতিকা
ব্যাখ্যা: এক শ্রেনীর আখ্যানমূলক লোকগীতি সাহিত্যে গীতিকা নামে পরিচিত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    386 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    210 Views
    by mousumi
    0 Replies 
    90 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]