Let's Discuss!

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4188
১.জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
=বরিশাল জেলায়
ব্যাখ্যা: আধুনিক কবিতার পঞ্চপান্ডবের একজন ছিলেন জীবনানন্দ দাশ।
২.’পথিক তুমি পথ হারাইয়াছ’? কথাটি কার?
=বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: চরণটি বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস ‘কপাল কুন্ডলা’ হতে সংকলিত।
৩.প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
=উৎকর্ষ
৪.’অচিন শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
=নঞর্থক
৫.যা চিরস্থায়ী নয় ---
=নশ্বর
ব্যাখ্যা: নশ্বর = যা চিরস্থায়ী নয়।
৬.কোন গ্রন্তটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েচিল?
=নীলদর্পণ
ব্যাখ্যা: ১৮৬০ সালে ঢাকায় সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। নীলদর্পণ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ।
৭.’অবমূল্যায়ন ও অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
=দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
ব্যাখ্যা: একই উপসর্গ শব্দের সামনে বসে বিভিন্ন রূপ অর্থ প্রকাশ করে।
৮.’জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
=শিখা
৯.কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
=রবীন্দ্রনাথ ঠাকুরকে
ব্যাখ্যা: .কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
১০.কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
=ঘরে-বাইরে
ব্যাখ্যা: ঘরে-বাইরে উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
১১.’একুশে ফ্রেবুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
=হাসান হাফিজুর রহমান
১২.’মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’ এই পঙক্তি কার রচনা?
=শেখ ফজলুল করিম
ব্যাখ্যা:এটি শেখ ফজলুল করিমের রচিত ‘স্বর্গ-নরক’ কবিতার চরণ।
১৩.বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
=১৯৫৫ সালে
১৪.’রোহিনী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
=কৃষ্ণকান্তের উইল
১৫.সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য –
=ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
ব্যাখ্যা: সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম রূপে।
১৬.সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন কে?
=ভাই গিরিশচন্দ্র সেন
ব্যাখ্যা: ভাই গিরিশচন্দ্র সেন সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন।
১৭.’সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
=সিকান্দার আবু জাফর
ব্যাখ্যা: ’সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর ।
১৮.’সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
=মোহাম্মদ নাসিরুদ্দিন
ব্যাখ্যা: ’সওগাত’ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  207 Views
  by Saeefmax
  0 Replies 
  167 Views
  by zahangir
  0 Replies 
  172 Views
  by Aresantor
  0 Replies 
  181 Views
  by Jahidsoc14ku
  0 Replies 
  188 Views
  by masum