Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4137
১.” বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী” এই কবিতাংশটুকুর কবি কে?
=কাজী নজরুল ইসলাম
২.কোন বানানটি শুদ্ধ?
=বিভীষিকা
৩.বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
=বিহারী লাল চক্রবর্তী
ব্যাখ্যা: বিহারীলাল চক্রবর্তী = ভোরের পাখি।
৪.বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
=বসন্ত কুমারী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম মুসলমান সাহিত্যিক খোন্দকার শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী।
৫.কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
=প্রমথ চৌধুরী
ব্যাখ্যা: প্রমথ চৌধুরির ছদ্মনাম ছিল বীরবল।
৬.বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
=দশম থেকে চতুর্দশ শতাব্দী
ব্যাখ্যা: বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী।
৭.যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
=দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
৮.বাংলা লিপির উৎস কি?
=ব্রাহ্মলীপি
ব্যাখ্যা: পূর্বী লিপি হতে বাংলা লিপির উদ্ভব হয়।
৯.কোনটি বিশেষণ বাক্যের শব্দ?
=জীবনী
ব্যাখ্যা: জীবনী = বিশেষণ।
১০.মৌলিক শব্দ কোনটি?
=গোলাপ
ব্যাখ্যা: যে শব্দকে আর বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে।
১১.কোনটি ইব্রাহীম খাঁর গ্রন্থ নয়?
=কুচবরণ কন্যে
ব্যাখ্যা: কুচবরণ কন্যে বন্দে আলী মিয়ার কাব্যগ্রন্থ।
১২.কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত?
=আট কপালে
ব্যাখ্যা: আট কপালে অর্থ = হতভাগ্য।
১৩.’রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি?
=চির অশান্তি
ব্যাখ্যা: রাবণের চিতা বাগধারাটির অর্থ চির অশান্তি।
১৪.যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হবে?
=ঢাকের বাঁয়া
১৫.বর্ন হচ্ছে ---
=ধ্বনি নির্দেশক প্রতীক
ব্যাখ্যা: শব্দের ক্ষুদ্রতম অংশকে রূপ বলে। ধ্বনি নির্দেশক প্রতীক হলো বর্ণ।
১৬.কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
=ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা: সংবাদ প্রভাকর ১৮৩১ সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত এর সম্পাদনায় প্রকাশিত হয়।
১৭.’আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
=ফকির গরীবুল্লাহ
ব্যাখ্যা: ‘আমির হামজা’ কাব্যের রচয়িতা ফকির গরীবুল্লাহ।
১৮.কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?
=১৯০৩-১৯৭৬ ইং
১৯.রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার উপলব্ধি হচ্ছে –
=ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
২০.জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত ----
=নদী
ব্যাখ্যা: নদী = জাতিবাচক বিশেষ্য।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]