Let's Discuss!

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4119
১.’পদ’ বলতে কি বোঝায়?
-বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
২.কোন বানানটি শুদ্ধ?
-শুশ্রূষা
৩.ঠোঁট-কাটা বলতে কি বোঝায়?
-স্পষ্টভাষী
ব্যাখ্যা: ঠোঁট-কাটা = স্পষ্টভাষী।
৪.বিষাদ সিন্ধু কার রচনা?
-মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা: মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস বিষাদ সিন্ধু।
৫.নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
-ব্যথার দান
ব্যাখ্যা: নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান।
৬.’ব্যাঙের সর্দি’ – অর্থ কি?
-অসম্ভব ঘটনা
৭.কোনটি কাব্যগ্রন্থ?
-শেষ লেখা
ব্যাখ্যা: শেষ লেখা কাব্যগ্রন্থ – রবীন্দ্রনাথ ঠাকুর।
৮.কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
-আগুণের পরশমণি
ব্যাখ্যা: আগুণের পরশমণি হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
৯.কোনটি শামসুর রহমানের রচনা?
-নিরালোকে দিব্যরথ
ব্যাখ্যা: নিরালোকে দিব্যরথ শামসুর রহমানের রচিত কাব্যগ্রন্থ।
১০.বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
-ধ্বনাত্মক শব্দ
ব্যাখ্যা: যে সকল শব্দ ধ্বনির অনুকরণে গঠিত হয় তাকে অনুকার বা ধনাত্মক শব্দ বলে।
১১.কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
-ভাই-বোন
ব্যাখ্যা: ভাই-বোন= ভাই ও বোন (দ্বন্দ্ব সমাস)।
১২.’যা সহজে অতিক্রম করা যায় না’ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
-দুরতিক্রম্য
ব্যাখ্যা: দুরতিক্রম্য= যা সহজে অতিক্রম করা যায় না।
১৩.সংশপ্তক কার রচনা?
-শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা: শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত উপন্যাস ‘সংশপ্তক’।
১৪.একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে?
-হাসান হাফিজুর রহমান
১৫.নদী ও নারী কার রচনা?
-হুমায়ুন কবির
১৬.কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি?
-রাঙা জবা
১৭.আত্মঘাতী বাঙালী কার রচিত গ্রন্থ?
-নীরদচন্দ্র চৌধূরী
১৮.নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
-আষাঢ়
১৯.সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন?
-আখতারুজ্জামান ইলিয়াস
২০.’ভূষন্ডির কাক’ অর্থ কি?
-দীর্ঘায়ু ব্যক্তি
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  224 Views
  by Saeefmax
  0 Replies 
  182 Views
  by zahangir
  0 Replies 
  181 Views
  by Aresantor
  0 Replies 
  201 Views
  by Jahidsoc14ku
  0 Replies 
  200 Views
  by masum

  ১. ১৯৭১ সালে রাজাকার বাহিনীর প্রধান কে ছিলেন? গোলা[…]

  ১. নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায়? গ্রীস। ২. প্রা[…]

  "ফিনিশীয় সভ্যতা ,পারস্য সভ্যতা ,হিব্রু স[…]

  ০১. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা তে কয়টি […]