Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4095
SECTION-A: BANGLA
Questions (01-16): Chose the correct answer

01. ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- রূপতত্ত্ব
02. দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
- এজেন্ট
ব্যাখ্যা: ইংরেজি ভাষা থেকে আগত শব্দ ‘এজেন্ট’। আরও কয়েকটি ইংরেজি শব্দ- ইউনিয়ন, কলেজ, টিন, নভেল, পেন্সিল, ফুটবল, লাইব্রেরি, অফিস, ইউনিভার্সিটি, স্কুল। আইন-ফারসি, দাখিল- আরবি ও মুচলেকা- তুর্কি শব্দ।
03. গ্রিক শব্দ কোনটি?
- দাম
04. কোন প্রখ্যাত পণ্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?
- ব্রাসি হ্যালহেড
ব্যাখ্যা: প্রখ্যাত পণ্ডিত নাথেনিয়েল ব্রাসি হ্যালহেড ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। তার ব্যাকরণ গ্রন্থের নাম ‘এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’। এটি ১৭৭৮ সালে হুগলি থেকে প্রকাশিত হয়।
05. বাংলা ভাষায় কতটি যতি চিহ্নের প্রচলন রয়েছে?
- ১২টি
ব্যাখ্যা: টেক্সট বুক বোর্ড প্রকাশিত নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ’ বইয়ের তথ্য মতে, যতি চিহ্ন ১২টি। যথা: ১. কমা(,) ২. সেমিকোলন (; ) ৩. দাঁড়ি (।) ৪. প্রশ্নবোধক চিহ্ন (?) ৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন (!) ৬. কোলন (: ) ৭. ড্যাস (-) ৮. কোলন ড্যাস (:- ) ৯. হাইফেন (-) ১০. ইলেক বা লোপ চিহ্ন (’) ১১. উদ্ধরণ চিহ্ন (” “) ১২. ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন ((), {}, [])। তবে বিভিন্ন ব্যাকরণ বইয়ে কম-বেশি পাওয়া যায়।
06. ’তস্কর’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
- সাধু
ব্যাখ্যা: বিপরীত শব্দ: তস্কর-সাধু, নিরীহ - দুর্দান্ত, নির্লোব - লোভী।
07. ‘ভূত’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
- ভবিষ্যৎ
ব্যাখ্যা: বিপরীত শব্দ: ভূত - ভবিষ্যৎ, ভাষা - ডোবা, ভোঁতা - ধারালো।
08. নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
- কানাকানি
ব্যাখ্যা: যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমন- কানে কানে যে কথা= কানাকানি, হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি। এরূপ লাঠালাঠি, হাসাহাসি, চুলাচুলি, দেখাদেখি, গালাগালি, কোলাকুলি ইত্যাদি। আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ-ব্যধিকরণ বহুব্রীহি, হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি - মধ্যপদলোপী বহুব্রীহি সমাস।
09. ‘অনুতাপ’ পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
[ব্যাখ্যা: প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে বলে প্রাদি সমাস। যেমন- অনুতে যে তাপ = অনুতাপ, পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ, প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন। ‘ক’ অপশনে ‘অনুকে’ -এর স্থলে ‘অনুতে’ হলে এটি সঠিক উত্তর হতো।]
10. ‘Forgery’ শব্দের বাংলা পরিভাষা-
- জালিয়াতি
ব্যাখ্যা: Penal- অর্থ ফৌজদারি, Enforcer- অর্থ বলপ্রয়োগকারী, Jobbery- অর্থ দালালি এবং Forgery- অর্থ জালিয়াতি।
11. কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
- ক্ষুধা + ঋত
ব্যাখ্যা: অ-কার কিংবা আ-কারের পর ‘ঋত’-শব্দ থাকলে (অ,আ+ঋ) উভয় মিলে ‘আর’ হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়। যেমন- ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত, তৃষ্ণা + ঋত =তৃষ্ণার্ত, শীত + ঋত = শীতার্ত ইত্যাদি।
12. কোনটি শুদ্ধ বানান?
- নৈর্ঋত
ব্যাখ্যা: শুদ্ধ বানান নৈর্ঋত; যার অর্থ দক্ষিণ ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ।
13. ‘ভিষক’ শব্দের সঠিক অর্থ কোনটি?
- চিকিৎসক
ব্যাখ্যা: ভিষক সংস্কৃত শব্দ; যার অর্থ চিকিৎসক।
14. ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এক কথায় হবে-
- নশ্বর
ব্যাখ্যা: এককথায় প্রকাশ: নষ্ট হওয়াই স্বভাব যার- নশ্বর; চিরস্থায়ী নয় এমন-বিনশ্বর। নিদাঘ অর্থ গ্রীষ্মকাল।
15. ‘সাপের খোলসকে’ এককথায় বলা হয়-
- নির্মোক
ব্যাখ্যা: এককথায় প্রকাশ: সাপের খোলস- নির্মোক; হরিণের চর্ম- অজিন।
16. বাংলা সাহিত্যের আদি কবি কে?
- লুইপা
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের আদি নিদর্শন ’চর্যাপদ’। ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন। ‘চর্যাপদ’-এর ২৩ জন (মতান্তরে ২৪) কবির নাম পাওয়া যায়। ‘চর্যাপদ’-এর আদি কবি লুইপা এবং সবচেয়ে বেশি পদের (১৩টি) রচয়িতা কাহ্নপা।

Section-B: English Proficiency
Questions(17-21): Choose the word or phrase that best completes the sentence.
17. Many customers have requested that they …… notice of our sales.
- receive
Hints: Request verb টি subjunctive হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ এর পরের that clause-এ sub যাই হোক না verb-এর base form ব্যবহৃত হবে। সুতরাং সঠিক verb form হলো receive।

18. The person ….. lost a briefcase may claim it in the lobby.
- who
Hints: ব্যক্তিবাচক sub হওয়ায় এবং শূন্যস্থানের পর verb থাকায় relative pronoun হিসেবে who ব্যবহৃত হয়। Who যোগে বাক্যটির বাংলা: যে ব্যক্তি ব্রিফকেস হারিয়েছিল তিনি লবি থেকে এটা চেয়ে নিতে পারেন।
19. The vice-president will be seated…… the chairman at the banquet.
- by
Hints: Be seated by somebody অর্থ কাউকে কারো পাশে জায়গা করে দেয়া। সুতরাং শূন্যস্থানে by বসবে।
20. The bead of operations…… to the management convention.
- is goning
Hints: প্রদত্ত বাক্যের headword হলো the head যা singular । সুতরাং the head-কে follow করে singular verb is আসবে আর present continuous tense অনুযায়ী going বসবে । is going হলো সঠিক expresson ।
21. Visitors are reminded…… name tags at all times.
- to wear
Hints: Reminded-এর পর to+verb প্রয়োজন। To wear যোগে বাক্যটির বাংলা: ভ্রমণকারীদের সবসময় নাম ট্যাগ পরিধানের জন্য স্মরণ করে দেয়া হয়।
22. The best way to win a friend is to avoid-
- ambiguity in speech
23. While talking to an uneducated person, we should use-
- his vocabulary
24. If one used the same style of language with everyone, one would sound-
- foolish
25. A ‘slip of the tongue’ means something said-
- without giving proper thought
26. Speech can be curse, because it can-
- create misunderstanding
Questions (27-32): Choose the correct word spelling from the given options.
27. - Dilemma
Hints: Option গুলোর মধ্যে সঠিক বানানযুক্ত শব্দ হলো dilemma (ডিলেমা) যার অর্থ উভয়সংকট।
28. - Fallacious
Hints: Option গুলোর মধ্যে সঠিক বানানযুক্ত word হলো fallacious (ফালেইশাস) যার অর্থ বিভ্রান্তিকর; ভ্রান্তিকর।
29. - Supersede
Hints: Supersede শব্দটি সঠিক বানানযুক্ত যার অর্থ স্থান অধিকার করা।
30. - Heterogeneous
Hints: Option গুলোর মধ্যে সঠিক বানানযুক্ত word হলো heterogeneous যার অর্থ বিভিন্ন উপাদানে গঠিত; নানাধর্মী।
31. - Recession
Hints: Recession (প্রত্যাহার; পশ্চাদপসরণ) হলো option গুলোর মধ্যে একমাত্র সঠিক বানানযুক্ত শব্দ।
32. - Efflorescence
Hints: Option গুলোর মধ্যে সঠিক বানানযুক্ত word হলো efflorescence (কুসুমের কাল: পুষ্পবিকাশ; ফুল ফোটা)।

Section-C: General Mathematics
33. Two buses start at the same time from Delhi and Agra, which are 300km. apart, towards each other. After what time will they cross each other if their speeds are 38km per hour and 37km per hour?
- 4 hours
34. A and B can together complete a piece of work in 4 days. If A along can complete the same work in 12 days, in how many days can B alone complete that work?
- 6 days
35. If (8.97)² X (15.05)² ÷ √624.89=9n, then the value of n is--
- 3
36. How many seconds will a 500 m long train take to cross a man walking with a speed of 3 km/hr in the direction of the moving train if the speed of the train is 63 km/hr?
- 30
37. A lent Tk. 5000 to B for 2 years and Tk. 3000 to C for 4 years on simple interest at the same rate of interest and received Tk. 2200 in all from both of them as interest. The rate of interest per annum is:
- 10%
38. Nikki is 25% more efficient than Tina. Tina alone can build a craft in 20 days. Find the number of days taken by Nikki to finish the same piece of work?
- 16
39. A man can reach a certain place in 40 hours. If the reduces his speed by 1/15th, he goes 5km less in that time. Find the total distance covered by him.
- 75 km
40. A man takes twice as long to row a distance against the stream as to row the same distance in favor of the stream. The ratio of the speed of the boat (in still water) and the stream is :
- 3:1
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    31 Views
    by bdchakriDesk
    0 Replies 
    5853 Views
    by bdchakriDesk
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2692 Views
    by bdchakriDesk
    0 Replies 
    663 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]