Let's Discuss!

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4080
১.পোলিও টিকা আবিষ্কারক জোনস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম –
-La Zola
ব্যাখ্যা: মার্কিন জোনস সাল্ক ১৯৫৪ সালে পোলিও টিকা আবিষ্কার করেন।
২.আকোয়া রেজিয়া বলতে বোঝায় –
-কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
ব্যাখ্যা: এক অনুপাত গাঢ় নাইট্রিক এসিড এবং তিন অনুপাত গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে অ্যাকোয়া রেজিয়া বলে।
৩.Natural protein-এর কোড নাম ----
-protein-P49
৪.বায়ু মন্ডলের চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায় –
-১০ মিটার
ব্যাখ্যা: স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপ ১০ মিটারের অধিক পানির স্তরকে ধরে রাখতে পারে না।
৫.টুথপেস্টের প্রধান উপাদান ----
-সাবান ও পাউডার
ব্যাখ্যা: টুথপেস্টের প্রধান উপাদান সাবান ও পাউডার।
৬.’ল্যাপটপ’ হলো এক ধরনের ---
-ছোট কম্পিউটার
৭.পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয় ---
-পৃষ্ঠটান
ব্যাখ্যা: তরলের যে বলের প্রভাবে এ ধর্ম প্রকাশ পায়, সেই বলকে পৃষ্ঠটান বলে।
৮.মুক্তা হলো ঝিনুকের ---
-প্রদাহের ফল
ব্যাখ্যা: মুক্তা ঝিনুকের প্রদাহের ফলে সৃষ্টি হয়।
৯.বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম ---
-রাজ কাঁকড়া
১০.পানির জীব হয়েও বাতাসে নি:শ্বাস নেয় –
-শুশুক
১১.পীট কয়লার বৈশিষ্ট্য হলো –
-ভিজা ও নরম
ব্যাখ্যা: পীট কয়লা ভিজা ও নরম হয়।
১২.আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাইবার বড় কারণ ---
-ফটো লিথোগ্রাফী
১৩.ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য ----
-ডিজিট্যাল সিগন্যালে বার্তা প্রেরণ
১৪.রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
-মৃদু রঞ্জন রশ্মি
১৫.উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো ---
-প্রায় ১২ ঘন্টা
ব্যাখ্যা: উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো প্রায় ১২ ঘন্টা।
১৬.নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ---
-ধমনীর ভিতর দিয়া
ব্যাখ্যা: নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়া।
১৭.চাঁদে কোন শব্দ হলে তা শোনা যাবে না কেন?
-চাঁদে বায়ুমন্ডল নেই তাই
ব্যাখ্যা: শব্দ সঞ্চারণের জন্য জড় মাধ্যম আবশ্যক।
১৮.আবহাওয়ার ৯০% আর্দ্রতা মানে –
-বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
১৯.ধূমকেতু শুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
-১৬ জুলাই ১৯৯৪
ব্যাখ্যা: ধূমকেতু শুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙা টুকরাটি ১৬ জুলাই ১৯৯৪ সালে
বৃহস্পতি গ্রহে আঘাত হানে।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  219 Views
  by afsara
  0 Replies 
  174 Views
  by raja
  0 Replies 
  149 Views
  by 96tipu
  0 Replies 
  215 Views
  by Jahidhasan
  0 Replies 
  200 Views
  by fency

  ১. ১৯৭১ সালে রাজাকার বাহিনীর প্রধান কে ছিলেন? গোলা[…]

  ১. নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায়? গ্রীস। ২. প্রা[…]

  "ফিনিশীয় সভ্যতা ,পারস্য সভ্যতা ,হিব্রু স[…]

  ০১. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা তে কয়টি […]