Let's Discuss!

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4079
১.’বাংলা ভাষার ইতিবৃত্ত’----- কে রচনা করেন?
-ড. মুহম্মদ শহীদুল্লাহ
২.রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস?
-শেষের কবিতা
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস শেষের কবিতা।
৩.রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
-আনোয়ার পাশা
ব্যাখ্যা: রাইফেল রোটি আওরাত’ আনোয়ার পাশার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
৪.জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
-রাখালী
ব্যাখ্যা: ‘রাখালী’ জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
৫.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
-মৃত্যুক্ষুধা
৬.’মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
-কাব্য
৭.শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
-পথের দাবি
৮.কোনটি ঠিক?
-বহ্ণিপীর (নাটক)
৯.কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?
-ভবিষ্যতের বাঙালি
ব্যাখ্যা: ভবিষ্যতের বাঙালি এস ওয়াজেদ আলী রচিত একটি গ্রন্থ।
১০.কাজী নজরুল ইসলাম নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
-উপন্যাস
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু।
১১.ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে’ কে বলেছেন –
-প্রমথ চৌধুরী
১২.জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কোনটি?
-স্থাবর
ব্যাখ্যা: স্থাবর শব্দের অর্থ গতিহীনতা।
১৩.উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ?
-প্রত্যয়জনিত
ব্যাখ্যা: উৎকর্ষতা প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ।
১৪.তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না এর ব্যবহার কি অর্থে?
-প্রশ্নবোধক
১৫.নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
-আষাঢ়
ব্যাখ্যা: যে সকল শব্দে স্বভাবতই ষ বসে তাদের নিত্য মূর্ধন্য ষ বলে।
১৬.’কার মাথায় হাত বুলিয়েছ’। এখানে ‘মাথা’ শব্দের অর্থ কি?
-ফাঁকি দেওয়া
১৭.’অক্ষিরসমীপে’ এর সংক্ষেপণ হল –
-সমক্ষ
ব্যাখ্যা: অক্ষির সমীপে=সমক্ষ
১৮.উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য –
-উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
ব্যাখ্যা: উপসর্গ ও প্রত্যয় উভয়ই নতুন শব্দ গঠনে সাহায্য করে।
১৯.’তুমি এতক্ষণ কী কী করেছ? – এই বাক্যে ‘কী’ কোন পদ?
-সর্বনাম
২০.’আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস’ ----- এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
-অধিকরণ কারকে সপ্তমী
ব্যাখ্যা: বাক্যটিতে ’আকাশে’ শব্দটির কারক-বিভক্তি = অধিকরণে সপ্তমী।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  225 Views
  by Saeefmax
  0 Replies 
  182 Views
  by zahangir
  0 Replies 
  182 Views
  by Aresantor
  0 Replies 
  204 Views
  by Jahidsoc14ku
  0 Replies 
  202 Views
  by masum

  ১. ১৯৭১ সালে রাজাকার বাহিনীর প্রধান কে ছিলেন? গোলা[…]

  ১. নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায়? গ্রীস। ২. প্রা[…]

  "ফিনিশীয় সভ্যতা ,পারস্য সভ্যতা ,হিব্রু স[…]

  ০১. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা তে কয়টি […]