Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3988
১.’আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে ---
-পর্তুগিজ ভাষা হতে
২.শুদ্ধ বানান কোনটি?
-মুমূর্ষু
৩.শুদ্ধ বাক্য কোনটি?
-দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
ব্যাখ্যা: অনাথ শব্দের স্ত্রী লীঙ্গ ‘অনাথা’।
৪.গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?
-শবদাহ
ব্যাখ্যা: তৎসম শব্দের সাথে দেশীয় শব্দ একত্রে করলে গুরুচন্ডালী দোষ সৃষ্টি হয়।
৫.’কবর’ নাটকটির লেখক –
-মুনীর চৌধুরী
ব্যাখ্যা: ’কবর’ নাটকটির লেখক মুনীর চৌধুরী।
৬.উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
-সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
৭.’রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ –
-রত্ন+আকর
৮.ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ---
-ধাতু
ব্যাখা: ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু।
৯.কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে?
-পাকা পাকা আম
১০.কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
-অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
১২.অগ্নীবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা ---
-প্রলয়োল্লাস
ব্যাখ্যা: অগ্নীবীণা নজরুলের প্রথম কাব্যগ্রন্থ।
১৩.শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত ---
-উপন্যাসের নাম
১৪.কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
-মাথা খাটিয়ে কাজ করবে।
ব্যাখ্যা: মাথা খাটিয়ে কাজ কর (বুদ্ধি)।
১৫.কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
-নিমরাজী
১৬.কোনটি তদ্ভব শব্দ?
-চাঁদ
ব্যাখ্যা: চাঁদ তদ্ভব শব্দ।
১৭.বাংলা কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
-গিরিশ চন্দ্র সেন
১৮.’বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
-অগ্নিবীণা
১৯.রবীন্দ্রনাথের ছদ্মনাম?
-ভানুসিংহ ঠাকুর
২০.” দ্য লিবারেশর অফ বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা –
-মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
ব্যাখ্যা: ভারতীয় সেনাবাহিনীর মেজর মেজর জেনারেল সুখওয়ান্ত সিং গ্রন্থটি রচনা করেন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    384 Views
    by sajib
    0 Replies 
    221 Views
    by kajol
    0 Replies 
    195 Views
    by tasnima
    0 Replies 
    207 Views
    by mousumi
    0 Replies 
    90 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]