Let's Discuss!

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3955
১.রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিকে –
-অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
ব্যাখ্যা: যে কোন বস্তু দহনের জন্য অক্সিজেন অত্যাবশ্যক।
২.Anatomy শব্দের অর্থ –
-শারীরবিদ্যা
ব্যাখ্যা: Anatomy শব্দের অর্থ হলো শারীরবিদ্যা।
৩.সংকর ধাতু পিতলের উপাদান –
-তামা ও দস্তা
৪.বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ –
-একই হয়
৫.ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো –
-চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
ব্যাখ্যা: অগ্নাশয় হতে নি:সৃত ইনসুলিন নামক হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়।
৬.ফল পাকানোর জন্য দায়ী কি?
-ইথিলিন
৭.এনজিওপ্লাস্টি হচ্ছে –
-হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
ব্যাখ্যা: এনজিওপ্লাস্টি হলো হৃদরোগের একটি চিকিৎসা পদ্ধতি।
৮.এলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে?
-ফিটকিরি
ব্যাখ্যা: ফিটকিরির রাসায়নিক নাম পটাসিয়াম অ্যালুমিনিয়াম সালফেট।
৯.ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
-এডিস
১০.সুনামীর কারণ হলো –
-সমুদ্রের তলদেশে ভূমিকম্প
১১.স্টিফেন হকিন্স একজন অতিশয় বিখ্যাত –
-পদার্থবিদ
ব্যাখ্যা: স্টিফেন হকিন্স একজন অতিশয় বিখ্যাত পদার্থবিদ ছিলেন।
১২.রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্নি বের হয় –
-রঞ্জন রশ্মি
১৩.নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
-পরমাণু শক্তি
১৪.কম্পিউটার থেকে কম্পিউটারের আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় –
-ইন্টারনেট
১৫.কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?
-বায়বীয় পদার্থ
১৬.কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায়?
-রেনিন
১৭.জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
-পানি সেচ
ব্যাখ্যা: কৃত্রিম সার প্রয়োগে জমির লবণাক্ততা সামান্য বৃদ্ধি পায়।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  208 Views
  by afsara
  0 Replies 
  168 Views
  by raja
  0 Replies 
  134 Views
  by 96tipu
  0 Replies 
  203 Views
  by Jahidhasan
  0 Replies 
  185 Views
  by fency