Let's Discuss!

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3934
১.নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
-ইউরিয়া
ব্যাখ্যা: ইউরিয়ায় নাইট্রোজেনের পরিমাণ ৪৬%।
২.বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
-মেরু অঞ্চলে
ব্যাখ্যা: আমরা জানি, বস্তুর ওজন=বস্তুর ভর X অভিকর্ষজ ত্বরণ।
৩.জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমন্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে-
-কার্বন ডাই অক্সাইড
ব্যাখ্যা: জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়।
৪.কাঁচ তৈরির প্রধান কাচামাল হলো –
-বালি
৫.সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে: মি: এ –
-১০ নিউটন
ব্যাখ্যা: বায়ুর ওজন জনিত কারণে যে চাপের সৃষ্টি হয় তাকে বায়ুর চাপ বলে।
৬.মানুষের ক্রোমোসোমের সংখ্যা কত?
-২৩ জোড়া
ব্যাখ্যা: মানুষের ক্রোমোসোমের সংখ্যা ২৩ জোড়া।
৭.ইরাটম কি?
-উন্নত জাতের ধান
ব্যাখ্যা: উন্নত জাতের ধান হলো ইরাটম।
৮.এডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছিল তার নাম দেওয়া হয়েছে –
-ডলি।
৯.ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জল যে লেখা থাকে তা কিসের ভিত্তিতে তৈরি?
-সিলিকন চিপ
১০.শব্দের তীব্রতা নির্নায়ক যন্ত্র –
-অডিওমিটার
ব্যাখ্যা: অডিওমিটার হলো শব্দের তীব্রতা নির্নায়ক যন্ত্র।
১১.নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের –
-ফুসফুস
ব্যাখ্যা: ফুসফুসের প্রদাহকে নিউমোনিয়া বলে।
১২.বৈদ্যুতিক ইস্ত্রী এবং হিটারে ব্যবহৃত হয় –
-নাইক্রোম তার
১৩.শুষ্ক বরফ বলা হয় –
-হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে
১৪ হাড় ও দাতকে মজবুত করে –
-ফসফরাস
ব্যাখ্যা: হাড় ও দাত গঠনে ভূমিকা রাখে ক্যালসিয়াম ও ফসফরাস।
১৫.স্যালিক এসিড –
-টমেটোতে পাওয়া যায়
১৬.সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় –
-লাল আলোতে
১৭.কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
-ভিটামিন কে
ব্যাখ্যা: ভিটামিন কে এর অভাব হলে রক্ত পড়া বন্ধ হতে চায় না।
১৮.বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত: বিদ্যুৎপৃষ্ঠ হয় না কারন-
-মাটির সাথে সংযোগ হয় না
ব্যাখ্যা: পাখি সাধারণত বিদ্যুৎবাহী একটি তারে দুই পা স্পর্শ করে গবসে। এত বর্তনী সম্পূর্ণ না হওয়ায় পাখিটি বিদ্যুৎপৃষ্ঠ হয় না।
১৯.আকাশে বিজলী চমকায় –
-মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
ব্যাখ্যা: ইলেকট্রনের গতি পথে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমকানো বলে।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  217 Views
  by afsara
  0 Replies 
  172 Views
  by raja
  0 Replies 
  148 Views
  by 96tipu
  0 Replies 
  211 Views
  by Jahidhasan
  0 Replies 
  195 Views
  by fency

  ১. ১৯৭১ সালে রাজাকার বাহিনীর প্রধান কে ছিলেন? গোলা[…]

  ১. নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায়? গ্রীস। ২. প্রা[…]

  "ফিনিশীয় সভ্যতা ,পারস্য সভ্যতা ,হিব্রু স[…]

  ০১. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা তে কয়টি […]