Let's Discuss!

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3912
১.সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
-৮.৩২ মিনিট
ব্যাখ্যা: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮.৩২ মিনিট বা ৮ মিনিট ২০ সেকেন্ড।
২.কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
-কুমির
ব্যাখ্যা: কুমীর সরীসৃপ প্রাণী।
৩.’গ্যালিলিও’ কি?
-পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
৪.বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
-টমাস এডিসন
ব্যাখ্যা: ১৮৭৮ সালে টমাস আলফা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন।
৫.ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে?
-ছায়াবৃত্ত
ব্যাখ্যা: ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে ছায়াবৃত্ত বলে।
৬.সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
-৭৬ সে.মি
ব্যাখ্যা: বায়ুমন্ডলীয় চাপ ব্যারোমিটারে ৭৬ সে.মি পারদস্তম্ভকে ধরে রাখতে পারে।
৭.আকাশের উজ্জলতম নক্ষত্র কোনটি?
-লুব্ধক
ব্যাখ্যা: আকাশের উজ্জলতম নক্ষত্র লুব্ধক।
৮.জোয়ার ভাটার তেজকটাল কখন হয়?
-অমাবস্যায়
৯.স্টিফেন হকিন্স বিশ্বের একজন খুবই বিখ্যাত ---
-পদার্থবিদ
ব্যাখ্যা: স্টিফেন হকিন্স বিশ্বের একজন খুবই বিখ্যাত পদার্থবিদ।
১০.Adult Cell ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে?
-যুক্তরাজ্য
১১. Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে ---
-ডলি
১২.Existebtialism কি?
-একটি দার্শনিক মতবাদ
১৩.সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
-হীরা
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  212 Views
  by afsara
  0 Replies 
  170 Views
  by raja
  0 Replies 
  141 Views
  by 96tipu
  0 Replies 
  206 Views
  by Jahidhasan
  0 Replies 
  187 Views
  by fency