Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3911
১.’সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
-কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: ’সঞ্চিত‘ কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ।
২.’ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে?
-কাজী নজরুল ইসলাম
৩.কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধূরী প্রণীত?
-মানব-মুকুট
ব্যাখ্যা: মানব-মুকুট গ্রন্থটি এয়াকুব আলী চৌধূরী প্রণীত।
৪.’সাম্য’ গ্রন্থের রচয়িতা কে?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: ’সাম্য’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর একটি প্রবন্ধ।
৫.’বীরবলের হালখাতা’ গ্রন্থটি কোন ধরনের রচনা?
-প্রবন্ধ
ব্যাখ্যা: প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখতেন।
৬.’কাশবনের কন্যা’ গ্রন্থটির লেখক কে?
-শামসুদ্দিন আবুল কালাম
৭.’শ্বাশত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে?
-কাজী আবদুল ওদুদ
৮.’ভানুসিংহ’ কার ছদ্মনাম?
-রবীন্দ্রনাথ ঠাকুরের
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ’ভানুসিংহ’।
৯.সিকানদার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি?
-সমকাল
ব্যাখ্যা: সমকাল পত্রিকা – সিকান্দার আবু জাফর
১০.অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
-আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
১১.বাংলা একাডেমীর ‘আঞ্চলিক অভিধান’ সম্পাদনা কে করেন?
-মুহাম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা: গ্রন্থটির প্রকৃত নাম ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’।
১২.’কাঁটাকুঞ্জে’ বসি তুই গাঁতাবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’ – এই উদ্ধাংশটি কোন কবির রচনা?
-কাজী নজরুল ইসলাম
১৩.সনেটের কটি অংশ?
-দুটি
১৪.’ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’-এর প্রতিষ্ঠা কোন খ্রিষ্ট্রাব্দে?
-১৯২৬
ব্যাখ্যা: ১৯২৬ সালে ’ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়।
১৫.’কাঁচি’ কোন ধরনের শব্দ?
-তুর্কি
১৬.কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
-উত্তরাধুনিকতাবাদ
১৭.’বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে –
-ফারসি ও ইংরেজি শব্দে
১৮.’হাত-ভারি’ বাগধারার অর্থ –
-কৃপণ
১৯.’লাজ’ কোন ধরনের শব্দ?
-বিশেষ্য
ব্যাখ্যা: লাজ বিশেষ্য শব্দ।
২০.’সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।’- এই বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
-বিশেষ্য
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]