Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3896
১.’বাঙালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
-মুহাম্মদ শহীদুল্লাহ
২.’প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা: ’প্রভাবতী সম্ভাষণ’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম গ্রন্থ।
৩.চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
-মাইকেল মধূসুদন দত্ত
ব্যাখ্যা: চতুর্দশপদী কবিতাবলী’ মাইকেল মধূসুদন দত্ত রচিত কাব্যগ্রন্থ।
৪.কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ?
-বিষের বাশি
৫.কবর নাটকটি কার রচনা?
-মুনীর চৌধুরী
ব্যাখ্যা: কবর নাটক: মুনীর চৌধুরী।
৬.চাঁদের হাট- অর্থ কী?
-প্রিয়জন সমাগম
৭.নত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
-তৎসম
৮.কোন বানানটি শুদ্ধ?
-শুচিস্মিতা
ব্যাখ্যা: যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।
৯.কর্মে যাহার ক্লান্তি নাই এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি>
-অক্লান্ত কর্মী
ব্যাখ্যা: কর্মে যার ক্লান্তি নেই = অক্লান্তকর্মী।
১০.ক্রিয়াপদ ---
-কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
ব্যাখ্যা: ক্রিয়াপদ বাক্যগঠনে অপরিহার্য তবে তা উহ্য থাকতে পারে।
১১.কোনটি অনুজ্ঞা?
-তুমি যাও
ব্যাখ্যা: ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনুজ্ঞা পদ বলে।
১২.’যত বড় মুখ না তত বড় কথা’ --- এখানে ‘মুখ’ বলতে কী বোঝাচ্ছে?
-শক্তি
১৩.কোন বানানটি শুদ্ধ?
-মুমূর্ষু
১৪.বিরোগী শব্দের অর্থ –
-উদাসীন
১৫.ব্রজবুলি বলতে কী বোঝায়?
-একরকম কৃত্রিম কবিভাষা
ব্যাখ্যা: ব্রজবুলি মূলত মৈথিলি ও বাংলার মি্রেণে এক কৃত্রিম কবিভাষা।
১৬.সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই- কে বলেছেন?
-চন্ডীদাস
১৭.কোনটি রবীন্দ্রনাথের রচনা?
-চতূরঙ্গ
ব্যাখ্যা: চতূরঙ্গ রবীন্দ্রনাথের উপন্যাস।
১৮.কোনটি কাব্যগ্রন্থ?
-কয়েকটি কবিতা
ব্যাখ্যা: ‘কয়েকটি কবিতা’ সমর সেনের কাব্যগ্রন্থ।
১৯.কোনটি নাটক?
-সাজাহান
২০.’আবোল-তাবোল’ কার লেখা?
-সুকুমার রায়
ব্যাখ্যা: সুকুমার রায়ের বিখ্যাত শিশুতোষ – ‘আবোল – তাবোল, হ-য-র-ল-ব’।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]