Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3867
১.বাংলা ভাষার আদি নিদর্শণ চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
-১৯০৭ সালে
ব্যাখ্যা: বাংলা ভাষার আদি নিদর্শণ চর্যাপদ আবিষ্কৃত হয় ১৯০৭ সালে।
২.নিচের কোনটি শরৎচন্দ্রের ছদ্মনাম?
-অনিলা দেবী
ব্যাখ্যা: অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম অনিলা দেবী।
৩.’আধ্যাত্মিকতা উপন্যাসের লেখক কে?
-প্যারিচাঁদ মিত্র
৪.কাঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা:বঙ্কিমচন্দ্রের জন্ম হয় বর্তমান চব্বিশ পরগণা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঠালপাড়া গ্রামে।
৫.’অপ’ কী ধরনের উপসর্গ?
-সংস্কৃত
ব্যাখ্যা: সংস্কৃত উপসর্গ মোট ২০ টি।
৬.বাংলা ছন্দ প্রধানত কত প্রকার?
-৩
ব্যাখ্যা: বাংলা ছন্দ প্রধানত ৩ প্রকার।
৭.নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
-চ
ব্যাখ্যা: যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরিত হয় না, তাকে বলা হয় অঘোষ ধ্বনি।
৮.নিচের কোনটি মীর মোশারফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?
-১৮৪৭-১৯১২
৯.রবীন্দ্রনাথের সোনতরী ‘কবিতা কোন ছন্দে রচিত?
-মাত্রাবৃত্ত
ব্যাখ্যা: রবীন্দ্রনাথের সোনতরী ‘কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
১০.’পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন –
-সঞ্জয় ভট্টাচার্য
১১.কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
-ভুসুকু পা
ব্যাখ্যা: ভুসুকু পা সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র ছিলেন।
১২.’পাহাড়তলী’ গ্রামে জন্মগ্রহণ করেন –
-শামসুর রহমান
ব্যাখ্যা: শামসুর রহমান ’পাহাড়তলী’ গ্রামে জন্মগ্রহণ করেন।
১৩.সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি?
-সহচর+য
১৪.ঠাকুমার ঝুলি কী জাতীয় রচনা সংকলন?
-রূপকথা -উপকথা
১৫.সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি’ এই চরণদ্বয়ের লেখক –
-মদনমোহন তর্কালঙ্কার
১৬.’আফতাব’ শব্দের সমার্থক কোনটি?
-অর্ক
ব্যাখ্যা: ’আফতাব’ শব্দের সমার্থক শব্দ অর্ক।
১৭.অনীক শব্দের অর্থ –
-সৈনিক
১৮.বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ –
-বাক+আড়ম্বর
১৯.জ্যেৎস্নারাত কোন সমাসের দৃষ্ট্রান্ত?
-মধ্যপদলোপী কর্মধারয়
ব্যাখ্যা: .জ্যেৎস্নারাত এর ব্যাসবাক্য জ্যেৎস্না শোভিত রাত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]