Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3849
১.নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো –
-সূর্য
ব্যাখ্যা: যে শক্তি ব্যবহারের ফলে স্বল্প সময়ের নি:শেষ হয়ে যায় কিন্তু দীর্ঘ মেয়াদী পরিসরে প্রাকৃতিকভাবে তা প্রতিস্থাপিত হয়, তাকে নবায়নযোগ্য জ্বালানি বলে। যেমন:সৌর শক্তি।
২.প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়,কারণ –
-উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
৩.যে তিনটি মূখ্য বর্ণের সমন্বয়ে অণ্যান্য বর্নসৃষ্টি করা যায়, সেগুলো হলো –
-লাল, নীল, সবুজ
ব্যাখ্যা: লাল, নীল, সবুজ এই তিনটি বর্ণকে মৌলিক বর্ণ বলে।
৪.মাছ অক্সিজেন নেয় –
-পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
ব্যাখ্যা: পানির মধ্যে অক্সিজেন দ্রবীভূত থাকে।
৫.কচুঁ শাক মূল্যবান যে উপাদানের জন্য –
-লৌহ
৬.সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে থাকে –
-কার্বন দন্ড ও দস্তার কৌটা
ব্যাখ্যা:সাধারণ ড্রাই সেলে কার্বন দন্ড ধনাত্মক পাত এবং দস্তার কৌটা ঋণাত্মক পাত হিসেবে ব্যবহৃত হয়।
৭.দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ –
-এতে বিদ্যুৎ এর অপচয় কম হয়
ব্যাখ্যা: বিদ্যুৎ পরিহবহনে যে তার ব্যবহার করা হয় তার রোধ আছে।
৮.সংকর ধাতু পিতলের উপাদান হলো –
-তামা ও দস্তা
ব্যাখ্যা: পিতল বা ব্রাস একটি সংকর ধাতু।
৯.আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে –
-অক্সিজেন ও গ্লুকোজ
ব্যাখ্যা: আমাদের দেহকোষ রক্ত হতে অক্সিজেন ও খাদ্যসার গ্রহণ করে।
১০.পৃথিবীর ঘর্ষণের ফলে আমরা ছিটকে পড়ি না –
-মাধ্যাকর্ষণ বলের জন্য
ব্যাখ্যা: কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে মাধ্যাকর্ষণ বল বলে।
১১.যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় –
-নিয়ত বায়ু
১২.নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি?
-বায়োগ্যাস
ব্যাখ্যা: জীবদেহ মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর তা রূপান্তরিত কয়লা তেল বা গ্যাসে পরিণত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে।
১৩.বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল যা ---
-তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে
ব্যাখ্যা: বৈদ্যুতিক মটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে।
১৪.জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ –
-এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    143 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1216 Views
    by bdchakriDesk
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    225 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]