Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3833
১.মডেমের মধ্যে যা থাকে তা হলো –
-একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
ব্যাখ্যা: মডেম এর মধ্যে থাকে একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।
২.ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় –
-রেক্টিফায়ার হিসেবে
ব্যাখ্যা: যে ইলেকট্রনিক বর্তনী পরিবর্তিত বিদ্যুৎ প্রবাহকে সরল একদিক প্রবাহী বিদ্যুৎ প্রবাহে পরিণত করে তাকে রেক্টিফায়ার বলে।
৩.বাসা বড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো –
-৫০ হার্জ
৪.মৌমাছি চাষ হলো –
-এপিকালচার
ব্যাখ্যা: এপিকালচার হলো মৌমাছি পালন বিজ্ঞান।
৫.কোনটি জৈব অম্ল?
-এসিটিক এসিড
৬.দুধে থাকে –
-ল্যাকটিক এসিড
ব্যাখ্যা: লেবুর রসে সাইট্রিক এসিড এবং দুধে ল্যাকটিক এসিড থাকে।
৭.কম্পিউটার ভাইরাস কি?
-একটি ক্ষতিকারক প্রোগ্রাম
ব্যাখ্যা: কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম।
৮.কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
-ওয়ইম্যাক্স
৯.এন্টিবায়োটিকের কাজ –
-জীবাণূ ধ্বংস করা
ব্যাখ্যা: এন্টিবায়োটিক কয়েক ধরনের জৈব রাসায়নিক ঔষধ যা অনুজীদের নাশ করে।
১০.মাশরুম এক ধরনের –
-ফাঙ্গাস
ব্যাখ্যা: মাশরুম মূলত একধরনের ছত্রাক।
১১.অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
-অভ্যন্তরীণ প্রতিফলন
১২.যকৃতের রোগ কোনটি?
-জন্ডিস
ব্যাখ্যা: রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়।
১৩.স্বর্ণের খাদ বের করতে ব্যবহৃত হয় –
-নাইট্রিক এসিড
১৪.পিতলের উপাদান হলো –
-তামা ও দস্তা
ব্যাখা: পিতল বা ব্রাস একটি সংকর ধাতু।
১৫.বৈদুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায় –
-এক কিলোওয়াট-ঘন্টা
ব্যাখ্যা: বিদ্যুৎশক্তির বান্যিজ্যিক একক হলো কিলোওয়াট ঘন্টা।
১৬.উদ্ভিদের বৃদ্ধি নির্নায়ক যন্ত্র –
-ক্রেসকোগ্রাফ
১৭.পারস্পারিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
-ট্রান্সফার
১৮.যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো –
-নিয়ত বায়ু
ব্যাখ্যা: যে বায়ু পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সারা বছর একই দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1209 Views
    by bdchakriDesk
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]