Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3832
১.’বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
-বিটপী
ব্যাখ্যা: বৃক্ষ এর সমার্থক শব্দ গাছ, পাদপ, তরু, বিটপী ইত্যাদি। ‘কলাপী’ শব্দের অর্থ ময়ূর।
২.Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো –
-অবচেতন
৩.কোনটি ইংরেজি শব্দ?
-কমা
ব্যাখ্যা: আলমারি পর্তুগিজ শব্দ। কমা ইংরেজি শব্দ।
৪.’শূন্য পুরাণ’ রচনা করেছেন –
-রামাই পন্ডিত
ব্যাখ্যা: রামাই পন্ডিত রচিত শূণ্যপুরাণ। এটি ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ।
৫.কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয় –
-অনাবৃষ্টি
ব্যাখ্যা: অনাবৃষ্টি = অনা + বৃষ্টি
৬.’পালামৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা?
-সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়
৭.’দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস?
-মানিক বন্দোপাধ্যায়
ব্যাখ্যা: ’দিবারাত্রির কাব্য’ মানিক বন্দোপাধ্যায় এর লেখা একটি উপন্যাস।
৮.কোনটি শুদ্ধ বানান?
-আকাঙ্ক্ষা
৯.কোনটি সাধিত শব্দ নয়?
-গোলাপ
ব্যাখ্যা: যে সব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে।
১০.কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
-পদ্মগোখরা
ব্যাখ্যা: পদ্মগোখরা কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ।
১১.আনোয়ারা গ্রন্থটি কার লেখা?
-মোহাম্মদ নজিবর রহমান
ব্যাখ্যা: মোহাম্মদ নজিবর রহমান এর বিখ্যাত উপন্যাস আনোয়ারা।
১২.বীরবল কার ছন্মনাম?
-প্রমথ চৌধুরী
১৩.কোনটি বাতাস শব্দের সমার্থক নয়?
-পাবক
ব্যাখ্যা: পাবক শব্দের অর্থ আগুন।
১৪.ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
-ধ্বনি
১৫.’গাছপাথর’ বাগধারাটির অর্থ কি?
-হিসাব নিকাশ
১৬.’মা ছিল না বলে কেউ তার চুল বেধে দেয়নি। এটি একটি –
-সরল বাক্য
১৭.তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? এই প্রবাদটির রচয়িতা কে?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর ‘কপালকুন্ডলা’ উপন্যাস হতে সংকলিত।
১৮.ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
-আরেক ফাল্গুন
১৯.মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
-একাত্তরের দিনগুলি
ব্যাখ্যা: একাত্তরের দিনগুলি জাহানারা ইমামের রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    359 Views
    by sajib
    0 Replies 
    207 Views
    by kajol
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]