Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3822
১.কোনটি এন্টিবায়োটিক?
-পেনিসিলিন
ব্যাখ্যা: আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৮ সালে পেনিসেলিয়াম নামক ছত্রাক হতে পেনিসিলিন আবিষ্কার করেন।
২.জন্ডিস আক্রান্ত হয় –
-যকৃত
ব্যাখ্যা: রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে তাকে জন্ডিস বলে। যকৃতের প্রদাহ (হেপাটাইটিস) জন্ডিসের প্রধান কারন।
৩.কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
-রাবার
ব্যাখ্যা: সকল ধাতু এবং গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী।
৪.কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাচামাল?
-জিপসাম
ব্যাখ্যা: সিমেন্ট তৈরির কাচামাল চুনাপাথর, চায়না ক্লে ও জিপসাম।
৫.কোনটিকে চম্বুকে পরিণত করা যায়?
-ইস্পাত
ব্যাখ্যা: ইস্পাত স্থায়ী চৌম্বুক তৈরিতে ব্যবহৃত হয়।
৬.ইন্টারনেট চালুর বছর –
-১৯৬৯
৭.বোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
-সূর্যরশ্মি
৮.অ্যালটিমিটার কি?
-উচ্চতা পরিমাপক যন্ত্র
ব্যাখ্যা: অ্যালটিমিটার উচ্চতা পরিমাপক হিসেবে ব্যবহার করা হয়।
৯.কোনটি মৌলিক পদার্থ?
-লোহা
১০.কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
-পারদ।
ব্যাখ্যা: সাধারণত ধাতু স্বাভাবিক তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। পারদের ুতাপমাত্রা তরল অবস্তায় থাকে।
১১.স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান –
-ক্রোমিয়াম
ব্যাখ্যা: স্টেইনলেস স্টিল হলো লোহার সংকর ধাতু। এতে লোহার সাথে মোশানো হয় ক্রোমিয়াম, নিকেল, কার্বন।
১২.সর্বাপেক্ষা হালকা গ্যাস –
-হাইড্রোজেন
ব্যাখ্যা: সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন।
১৩.ভারী পানির রাসায়নিক সংকেত –
-D2O
১৪.লোহকে গ্যালভানাইজিং করতে ব্যবহার করা হয় –
-দস্তা
১৫.সংকর ধাতু পিতলের উপাদান –
-তামা ও দস্তা
ব্যাখ্যা: পিতল বা ব্রাস একটি সংকর ধাতু।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]