Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3821
১.চর্যাপদ কোন ছন্দে লেখা?
-মাত্রাবৃত্ত
ব্যাখ্যা: চর্যাপদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত হয়েছিল তা জানা সম্ভব নয়। তবে আধুনিক ছন্দের বিচারে একে মাত্রাবৃত্ত ছন্দ বলা হয়।
২.কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
-আঠারো শতকের শেষার্ধ ও উনিশ শতকের প্রথমার্ধ
৩.কবি গানের প্রথম কবি কে?
-গোঁজলা পুট
ব্যাখ্যা: গোঁজলা গুই কবিগানের আদিগুরু বলে পরিচিত।
৪.কেন পান্থ ক্ষন্ত হও হেরি দীর্ঘ পথ – কার লেখা?
-কৃষ্ণচন্দ্র মজুমদার
৫.কোন বানাটি শুদ্ধ নয়?
-উর্দ্ধ
ব্যাখ্যা: উর্দ্ধ এর শুদ্ধ বানান উর্ধ্ব।
৬.গৃহী শব্দের বিপরীত শব্দ –
-সন্ন্যাসী
৭.কোন বানাটি শুদ্ধ?
-দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
৮.’তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল’ -এটি কোন ধরনের বাক্য?
-মিশ্র বা জটিল
ব্যাখা: যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্য ও এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
৯.কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?
-প্রজ্জলিত
ব্যাখ্যা: ‘অগ্নি’র সমার্থক শব্দ পাবক, বিভাসু, প্রজ্জলিত, বহ্নি ইত্যাদি।
১০.কোনটি সঠিক বানান?
-নিশীথিনী
১১.’কোনটি কোলন?
-(:)
১২.বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়?
-১৯২৩ সালে
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল ১৯২৩ সালে প্রকাশিত হয়।
১৩.কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
-হরতাল
১৪.’ঢাকের কাঠি’ বাগধারার অর্থ –
-মোসাহেব
ব্যাখ্যা: ’ঢাকের কাঠি’ বাগধারার অর্থ হলো মোসাহেব।
১৫.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর ‘বিষবিক্ষ’ উপন্যাসের চরিত্র কোনটি?
-কুন্দনন্দিনী
১৬. কোন বানানটি শুদ্ধ?
-পিপীলিকা
১৭.গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন –
-ডব্লিউ বি ইয়েটস
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    225 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tasnima
    0 Replies 
    211 Views
    by mousumi
    0 Replies 
    91 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]