Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3815
১.ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
-নাইট্রোজেন
ব্যাখা: ইউরিয়া নাইট্রোজেন সমৃদ্ধ সার।
২.পরমাণূর নিউক্লিয়াসে কি কি থাকে?
-নিউট্রন ও প্রোটন
ব্যাখা: পরমাণুর একটি কেন্দ্র থাকে যার নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন থাকে।
৩.রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
-অক্সিজেন পরিবহন করা ।
ব্যাখা:হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহণ করা।
৪.সুষম খাদ্যের উপাদান কয়টি?
-৬টি
ব্যাখা: সুষম খাদ্যের উপাদান ৬টি।
৫.ইনসুলিন নি:সৃত হয় কোথা থেকে?
-অগ্নাশয় হতে
৬.পানির জীব হয়েও বাতাসে নিশ্বাস নেয় –
-শুশুক
৭.অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো –
-গ্লাইকোজেন
ব্যাখা: অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্যে প্রাণীদেহে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে।
৮.প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –
-ইভোলিউশন ও জেনেটিক্স
৯.কোন খাদ্যে প্রোটিন বেশি?
-মসুর ডাল
ব্যাখ্যা: ভাত এবং ময়দা শ্বেতসার সমৃদ্ধ খাদ্য। গরুর মাংস এবং মসুর ডাল প্রোটিন সমৃদ্ধ খাদ্য।
১০.হাঁড় ও দাতকে মজবুত করে –
-ক্যালসিয়াম ও ফসফরাস
ব্যাখা: হাড় ও দাত গঠনে ক্যালসিয়াম ও ফসফরাস ভূমিকা রাখে।
১১.সুনামীর কারণ হলো –
-সমুদ্রের তলদেশে ভূমিকম্প
১২.ডায়বেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল –
-চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
ব্যাখা: অগ্ন্যাশয় হতে নি:সৃত ইনসুলিনের অভাবে ডায়বেটিস রোগ হয়।
১৩.প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
-বৃষ্টিপাত
১৪.নবায়নযোগ্য জ্বালানী কোনটি?
-পরমাণু শক্তি
১৫.জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
-পানি সেচ
ব্যাখা: কৃত্রিম সার ব্যবহারে পানির লবণাক্তা সামান্য বৃদ্ধি পায়।
১৬.নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
-রূপা
ব্যাখ্যা: রূপা সর্বোত্তম তড়িৎ পরিবাহক।
১৭.কোন ডালের সাথে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
-খেসারী
ব্যাখ্যা: দীর্ঘদিন একটানা খেসারি ডাল খেলে ‘ল্যাথারাইজম’ রোগ হতে পারে।
১৮.মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –
-শ্বসন
১৯.বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির –
-ঘনত্ব বেশি
২০.গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
-সালফিউরিক
২১.Dengue fever is spread by –
-Aedes aegypti mosquito
ব্যাখা: এডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক।
২২.The term PC means –
-Personal computer
২৩.Botany is to plants as Zooology is to –
-Animals
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]