Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3451
সাধারণ জ্ঞানঃ

১৪. সংক্ষেপে উত্তর দিন
ক) বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে -উত্তরঃ রূপপুর, পাবনা
খ) স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় কবে -উত্তরঃ ২ মার্চ ১৯৭১
গ) ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি- উত্তরঃ সিসমোগ্রাফ
ঘ) India wins freedom গ্রন্থটির লেখক কে- উত্তরঃ আবুল কালাম আজাদ
ঙ) আল আকসা মসজিদ কোথায় অবস্থিত- ‎উত্তরঃ জেরুজালেম
চ) পূর্ণরূপ লিখুন- উত্তরঃ UNHCR- United Nations High Commissioner for Refugees
ছ) রাশিয়ার মুদ্রার নাম কি?- উত্তরঃ রুবল
জ) গায়ানার রাজধানীর নাম- উত্তরঃ জর্জ টাউন
ঝ) সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত - উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঞ) করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশের কোন শহরে? - উত্তরঃ চীনের উহানে শহরে

গণিতঃ

১০. একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ৬ কিমি যেতে পারে। স্রোতের প্রতিকূলে ৬ কিমি যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে ৫০ কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে ?
উত্তরঃ ৫ ঘণ্টা
১১. আরমিনা খাতুন তার পারিবারিক প্রয়োজনে ৬% হারে x টাকা এবং ৪% হারে y টাকা ঋণ নিলেন। তিনি মোট ৫৬০০০ টাকা ঋণ নিলেন এবং বছর শেষে ২৮৪০ টাকা মুনাফা পরিশোধ করলেন x এবং y এর মান নির্ণয় করুন।
উত্তরঃ x= 3000, y= 26000
১২. x=4, y=-8, x=5 হলে 25(x+y)2-20(x+y)(y+z)+4(y+z)2এর মান কত?
উত্তরঃ 196
১৩. 4x2-23x+33 উৎপাদকে বিশ্লেষণ করুন।
উত্তরঃ (x-3) (4x-11)

ইংরেজীঃ

৬. Translate into English-
ক) তুমি কি কখনো বিদেশে গিয়েছ? - Have you ever been abroad
খ) শেষ ভাল যার সব ভাল তার- All's well that ends will
গ) এই কাজটি করা শক্ত- This work is difficult to do.
ঘ) আমি তোমার জন্য একটি ছাতা কিনেছি- I have bought an umbrella for you.
ঙ) তুমি কী খুঁজছো- What are you looking for?
৭. Write appropriate prepositions in the gaps:
a) Put some sugar------ the tea. Ans: in
b) The ring is made ---- gold. Ans: of
c) He did this in accordance ---- her request. Ans: with
d) He did this with a view -----helping his brother. Ans: to
e) He has no control-----himself. Ans: over
৮. Write the meaning of the idioms-
a) All at once- হঠাৎ (suddenly)
b) Hard and fast - ধরাবাঁধা ( fixed)
c) Now and then- মাঝেমাঝে (occasionally)
d) Turn down- প্রত্যাখ্যান করা ( refusal)
e) In a nutshell - সংক্ষেপে ( briefly)
৯. Change the voice-
a) She was singing a song. -A song was being sung by her.
b) How did you do it? - How it was done by you?
c) He helped me to do it.- I was helped by him to do it.
d) We can gain nothing without labor. - Nothing can be gained by us without labour.
e) Don't waste your time. - Let not be wasted your time.

বাংলাঃ

১. ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুনঃ
ক) নরসিংহ- নর সিংহের ন্যায়- উপমিত কর্মধারয়
খ) মনমরা-মনে মরা যে-তৎপুরুষ
গ) নীলাম্বর-নীল যে অম্বর =কর্মধারয় /নীল অম্বর যার- বহুব্রীহি
ঘ) দেবদত্ত-দেব কে দত্ত- চতুর্থী তৎপুরুষ
২. সন্ধি বিচ্ছেদ করুনঃ
ক) পরিচ্ছদ- পরি + ছদ
খ) লবণ- লো + অন
গ) বৃহস্পতি- বৃহৎ + পতি
গ) দুর্যোগ- দুঃ + যোগ
৩. এক কথায় প্রকাশ করুনঃ
ক) যে অন্য দিকে মন দেয় না- অনন্যমনা
খ) যা কোথাও উচু কোথাও নিচু- বন্ধুর
গ) যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ
ঘ) হনন করার ইচ্ছা- জিঘাংসা
৪. বাগধারাগুলির অর্থ লিখুন-
ক) অন্ধের যষ্ঠি- একমাত্র অবলম্বন
খ) ইঁদুর কপালে- মন্দভাগ্য
গ) গোঁড়ায় গলদ- শুরুতেই ভুল
ঘ) নেই আঁকড়া- একগুঁয়ে
৫. কারক ও বিভক্তি নির্ণয় করুন-
ক) বাবাকে বড্ড ভয় পাই- অপাদানে দ্বিতীয়া
খ) আমাকে একখানা বই দাও- কর্মে শূন্য
গ) বিপদে মোরে রক্ষা কর- অপাদানে সপ্তমী
ঘ) লোকটি কানে খাটো- করণে ৭মী
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]