Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2985
প্রশ্ন-০১| (১৪তম বিসিএস)
®®বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
>>১২ অক্টোবর,১৯৭২ সালে।

প্রশ্ন-০২| (১০ ও ২০তম বিসিএস)
®®বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়?
>>১৬ ডিসেম্বর,১৯৭২ সালে।

প্রশ্ন-০৩| (২৪ ও ৩৫তম বিসিএস)
®®"সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী"সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
>>২৭ অনুচ্ছেদে।

প্রশ্ন-০৪| (২৭তম বিসিএস)
®®সংবিধানের কোন অনুচ্ছেদে "রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী,পুরুষের সমান অধিকার লাভ করিবেন"বলা হয়েছে?
>>২৮ এর ২ নং অনুচ্ছেদে।

প্রশ্ন-০৫| (২১তম বিসিএস)
®®বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী,শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
>>২৮(৪)

প্রশ্ন-০৬| (১৮তম বিসিএস)
®®বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স দরকার___?
>>২৫ বছর।

প্রশ্ন-০৭| (২০তম বিসিএস)
®®বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের সংসদীয় আসন কতটি?
>>৫০টি।

প্রশ্ন-০৮| (৩৬তম বিসিএস)
®®বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?
>>এক কক্ষ।

প্রশ্ন-০৯| (১৮তম বিসিএস)
®®বাংলাদেশের সংবিধানে ২১(২) নং অনুচ্ছেদে বলা হয়েছে
"সকল সময়ে__চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য" শূন্যস্থানটি পূরণ করো।
>>জনগণের সেবা করিবার।

প্রশ্ন-১০| (২১ ও ২৫তম বিসিএস)
®®বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
>>৬০ জন।

প্রশ্ন-১১| (২৪তম বিসিএস)
®®বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনে আহব্বান করেন কে?
>>প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি

প্রশ্ন-১২| (৩৭তম বিসিএস)
®®জাতীয় সংসদে কাস্টিং ভোট কী?
>>স্পীকারের ভোট।

প্রশ্ন-১৩| (১৬তম বিসিএস)
®®An Ordinance is____
>>A law.

প্রশ্ন-১৪| (২৬তম বিসিএস)
®®বেসরকারি বিল কাকে বলে?
>>বিরোধী দল ও সংসদ সদস্যদের উত্থাপিত বিল।

প্রশ্ন-১৫| (২৫ ও ৩৮তম বিসিএস)
®®প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগ মেয়াদকাল কত?
>>৫ বছর।
নোট>>রমজান

প্রশ্ন-১৬| (১৯ ও ২০তম বিসিএস)
®®বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
>>১৮ বছর।

প্রশ্ন-১৭| (২২,৩১ ও ৩৭তম বিসিএস)
®®বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
>>১৩৭

প্রশ্ন-১৮| (৩৩তম বিসিএস)
®®বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
>>১৬ বার।
>>বর্তমানে ১৭ বার

প্রশ্ন-১৯| (২১তম বিসিএস)
®®বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
>>৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার আয়োজন

প্রশ্ন-২০| (১৬ ও ২০তম বিসিএস)
®®বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধানীর মাধ্যমে?
>>দ্বাদশ

প্রশ্ন-২১| (৩৮তম বিসিএস)
®®দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে___?
>>কোনক্রমেই প্রার্থী হতে পারবে না।

প্রশ্ন-২২| (৩৮তম বিসিএস)
®®আইন প্রণয়নের ক্ষমতা___?
>>জাতীয় সংসদের

প্রশ্ন-২৩| (তম বিসিএস)
®®সংবিধান ছাপাতে ব্যয় হয়েছিল?
>>১৪ হাজার টাকা।
>>৯৩ পৃ.

প্রশ্ন-২৪| (৩৮তম বিসিএস)
®®গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স?
>>৩৫ বছর।

প্রশ্ন-২৫| (৩৮তম বিসিএস)
®®গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধানের মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল কত বছর?
>>৫ বছর।

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    97 Views
    by shahan
    0 Replies 
    387 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    213 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]