Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2953
২৬. ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
- বাগেরহাট
২৭. বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন কোন দেশ?
- বর্তমান চ্যাম্পিয়ন স্পেন (২০১০ বিশ্বকাপ)
২৮. আমেরিকার রাজধানীর নাম কি?
- ওয়াশিংটন
২৯. বাংলাদেশের জাতীয় কবি কে?
- কাজী নজরুল ইসলাম
৩০. বাংলাদেশের প্রথম গ্যাস কোথায় পাওয়া যায়?
- হরিপুর
৩১. সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে?
- জাপান
৩২. বাংলাদেশে শিক্ষার স্তর কয়টি?
- চারটি
৩৩. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
- ১৯৭১ সালের ২ মার্চ
৩৪. বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় অবস্থিত?
- মৌলভীবাজার
৩৫. কোন দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়?
- ৮ মার্চ
৩৬. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কত সালে?
- ১৯৮৪ সালে
৩৭. ‘সপ্তর্ষিমণ্ডল’ আকাশে কিসের মতো দেখায়?
- জিজ্ঞাসা চিহ্নের মতো
৩৮. মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?
- স্পুটনিক-১
৩৯. দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্রের নাম কি?
- ল্যাক্টোমিটার
৪০. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
- পঞ্চগড়
৪১. কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে?
- ইউনেস্কো
৪২. ৪৮ কোন সংখ্যার ৬০%?
- ৮০
৪৩. ৩০°-এর পূরক কোণ কত?
- ৬০°
৪৪. একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা-
- বৃহত্তর
৪৫. জ্যা শব্দের অর্থ কি?
- ভূমি
৪৬. x-y = 2 এবং xy = 8 হলে x+y = কত?
- +- 6
৪৭. একটি দ্রব্য ১৮০ টাকা বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকা বিক্রয় করলে ১০% লাভ হবে?
- ২২০ টাকা
৪৮. কোনো সেটের যতগুলো উপসেট হয় তাদের সেটকে উক্ত সেটের কি বলা হয়?
- পাওয়ার সেট
৪৯. শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে বলা হয়?
- স্বাভাবিক সংখ্যা
৫০. বৃত্তসমূহের পরস্পর পরিধিগুলোর অনুপাত এদের ব্যাসার্ধগুলোর অনুপাতের- হয়?
- সমান
৫১. ঘনক-এর সমগ্রতলের ক্ষেত্রফল কত?
- 6a² বর্গ একক
৫২. বাস্তব জগতে বা চিন্তা জগতে বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে বলে?
- সেট
৫৩. সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষকোণের সংখ্যা কয়টি?
- ৩টি
৫৪. একই ভূমির ওপর এবং একই সমান্তরাল রেখা যুগরের মধ্যে অবস্থিত সামান্তরিক ক্ষেত্রসমূহের ক্ষেত্রসমূহের ক্ষেত্রফল?
- সমান
৫৫. ১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
- ৯টি
৫৬. কোনটি লঘু অনুপাত?
- ২০ঃ ২১
৫৭. He said to me “Please lend me some money’ (Indirect One)
- He requested me to lend him some money
৫৮. He is a good man (Negative without change of meaning)
- He is not a bad man
৫৯. Which one is the correct sentence?
- Open at page 10
৬০. Which one is correct plural?
- Men-servants
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    38 Views
    by bdchakriDesk
    0 Replies 
    31 Views
    by bdchakriDesk
    0 Replies 
    23 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]