Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2933
পরীক্ষার তারিখ: ০৯.০৪.২০০৪
১. ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কোন স্থানে অবস্থান করছে?
- [Note: বিশ্বের ভাষা নিয়ে গবেষণা ও অনুসন্ধানকারী প্রতিষ্ঠান ‘ইথনো লগ: ল্যাঙ্গুয়েজেস অব দ্য ওয়ার্’- এর ২০০৯ সালের রিপোরট মতে বাংলা ভাষার স্থান ষষ্ঠ।]
২. আলমারি চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
- পর্তুগীজ
৩. পদ প্রধানত কত প্রকার?
- দুই প্রকার
৪. কোনটি সঠিক বহুবচন?
- শিক্ষকমণ্ডলী
৫. কোন বানানটি সঠিক?
- ফটোস্ট্যাট
৬. ‘BY AIR MAIL’ - এ কথাটি খামের ওপর কখন লিখতে হয়/
- বিদেশে চিঠি পাঠাতে
৭. দেশ, কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য হয়?
- ভাষার
৮. কেবল পুরুষ বোঝায় এমন শব্দ কোনটি?
- কৃতদার
৯. কোনটি নিত্য সমাসের সমস্ত পদ?
- দেশান্তর
১০. কোনটি ‘রোগ’ অর্থে ব্যবহৃত হয়?
- মাথা ধরা
১১. ভাব সম্প্রসারণে কোনটি উল্লেখ করতে হয় না?
- উদ্ধৃতি
১২. সাধারণভাবে ‘রচনা’ শব্দটির অর্থ কি?
- আলোচনা
১৩. নিচের Proper Noun গুলোর মধ্যে কোনটির বাংলা অনুবাদ করা যাবে?
- United States
১৪. ‘আটপৌরে’ শব্দটির অর্থ কি?
- যা সবসময় পরার উপযোগী
১৫. প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শনের নাম কি?
- চর্যাপদ
১৬. নারী জাগরণে কে অগ্রণী ভূমিকা পালন করেন?
- বেগম রোকেয়া
১৭. ‘কলির সন্ধ্যা’ বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়?
- দুঃখের সূচনা
১৮. The rose is a fragrant flower- এর সঠিক অনুবাদ কোনটি?
- গোলাপ সুগন্ধি ফুল
১৯. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ -এ বাক্যে ‘নিশীথ’ কোন পদ?
- বিশেষেণ
২০. কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
- সংবাদ
২১. কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ?
- অরণ্যানী
২২. বাক্যের একক কোনটি?
- শব্দ
২৩. কোথায় কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে?
- লেটোর দলে
২৪. কোনো পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়?
- দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
২৫. উপন্যাস কোন যুগের সৃষ্টি?
- আধুনিক যুগের
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    38 Views
    by bdchakriDesk
    0 Replies 
    31 Views
    by bdchakriDesk
    0 Replies 
    23 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]