Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2932
৭৬. পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মরে যায়?
- O2
৭৭. কম্পিউটারে কোনটি নেই?
- বুদ্ধি বিবেচনা
৭৮. সূর্য থেকে আলো আসা হঠাৎ বন্ধ হয়েগেলে আমরা কতক্ষণ পর তা অনুভব করতে পারি?
- ৮ মিনিট ১৯ সেকেন্ড
৭৯. কাপ্তাই পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস কি?
- পানির বিভব শক্তি
৮০. দীর্ঘতম দিন কোনটি?
- ২১ জুন
৮১. ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্যের ভাস্কর কে?
- আব্দুর রাজ্জাক
৮২. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে?
- মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
৮৩. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত (অর্থনৈতিক সমীক্ষা ২০০৮)?
- ১৪ কোটি ২৪ লাখ
৮৪. বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন?
- বিচারপতি শাহাবুদ্দীন
৮৫. বাংলাদেশে ভূমি রেজিস্ট্রেশন নতুন আইন কোন সময়ে কার্যকর হয়েছে?
- ১৮ অক্টোবর ২০০৭
৮৬. বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা আসন কয়টি?
- ৪৫টি
৮৭. ঢাকায় প্রথম রাজধানী স্থাপিত হয় কত সালে?
- ১৬১০ সালে
৮৮. পূর্বাশা দ্বীপের অপর নাম কি?
- দক্ষিণ তালপট্টি
৮৯. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
- সৈয়দ মাইনুল হোসেন
৯০. বাংলা নববর্ষ প্রবর্তন করেন কে?
- আকবর
৯১. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত/
- নিউইয়র্ক
৯২. এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ব্যাংকক
৯৩. কমনওয়েলথের প্রধান কে?
- ইংল্যান্ডের রানী
৯৪. আইএলও-র সদর দপ্তর কোথায় অবস্থিত?
- জেনেভা
৯৫. প্রথম মহাযুদ্ধ কত সালে শুরু হয়?
- ১৯১৪
৯৬. সার্কের সদস্য সংখ্যা কত?
- ৮
৯৭. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
- কাঠমান্ডু
৯৮. সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?
- জাপান
৯৯. আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
- রাশিয়া
১০০. ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
- মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    209 Views
    by shohag
    0 Replies 
    3247 Views
    by apple
    0 Replies 
    4241 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4433 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4633 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]