Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2827
51.Question : বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -
Answer : ইউরোপের হল্যান্ড থেকে
52.Question : কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা -
Answer : ভেঙ্গী ভ্যালি
53.Question : ‘স্টেপস’ ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছে । এর ভাস্কর এর নাম -
Answer : হামিদুজ্জামান খান
54.Question : বেনেলাক্স” বলতে যে দেশগুলোকে বোঝায়-
Answer : বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
55.Question : আরব দেশসমূহে পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে-
Answer : ১৯৭৩ সালে
56.Question : পোলিও টিকার আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের একটি শহরে মারা যান, শহরটির নাম-
Answer : La Zola
57.Question : ‘কর্নার স্টোন অব পিস’ এ স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে-
Answer : ওকিনাওয়া
58.Question : মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
Answer : কাজাকিস্তান
59.Question : ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু করেছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরার নাম -
Answer : স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
60.Question : মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র-
Answer : ফ্রান্স
61.Question : যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গ্রহীত হয়েছিল -
Answer : কোরীয় যুদ্ধ
62.Question : রাশিয়ার যে শহরের হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-
Answer : Budennovsk
63.Question : জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
Answer : বেলগ্রেড, ১৯৬১ সাল
64.Question : জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
Answer : বেলগ্রেড, ১৯৬১ সাল
65.Question : দক্ষিণ এশীয় সহযোহিতা সংস্থা – (SAARC) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
Answer : কলম্বোতে
66.Question : নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়-
Answer : ভ্যাটিক্যান সিটি
67.Question : স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
Answer : অস্ট্রেলিয়া
68.Question : উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -
Answer : ৪ এপ্রিল, ১৯৪৯
69.Question : ওপেকভুক্ত একমাত্র অনারব এশীয় দেশ -
Answer : ইন্দোনেশিয়া
70.Question : কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা -
Answer : ৫৪ (২০১২)
71.Question : নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
Answer : ষষ্ঠ
72.Question : ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ প্রতিপালিত হয় প্রতি বছরের-
Answer : ৩১ মে
73.Question : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম-
Answer : ভুটান
74.Question : f(x) = x^2 + 1/x +1 এর অনুরূপ কোনটি?
Answer : f(1) = 3
75.Question : x + y = 0 এবং 2x – y +3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেঁদ করে?
Answer : (-1,1)
76.Question : যদি x^2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় এবং p
Answer : √২৪
77.Question : x – [x – { x – (x + 1)}] –এর মান কত?
Answer : -1
78.Question : The synonym for ‘efface’-
Answer : rub out
79.Question : When a person says he’s `all in’ it means .
Answer : He is very tired
80.Question : `Bill of fare’ is -
Answer : A list of dishes at restaurant
81.Question : A ‘bull market’ means that share prices are-
Answer : rising
82.Question : ‘Blue chips’ are-
Answer : Industrial shares considered to be a safe investment
83.Question : ‘Blockbuster’ means:
Answer : A powerful explosive to demolish buildings
84.Question : The synonym of `Franchise’ -
Answer : Privilege
85.Question : `Equivocation’ means -
Answer : Two contrary things in the same statment
86.Question : Persona-non-garta শব্দ সমষ্টি যে বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য -
Answer : কূটনীতিবিদ
87.Question : Choose the correct antonym of 'Sluggish'_
Answer : animated
88.Question : The antonym for ‘inimical’-
Answer : friendly
89.Question : The correct spelling is -
Answer : Humorous
90.Question : দুটি লম্বালম্বি পরিমাণ 5N এবং 4N , তাদের লব্ধি পরিমাণ কত?
Answer : √41 N
91.Question : একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
Answer : ১৪ গজ
92.Question : The last word of the proverb . Handsome is that handsome____________’
Answer : does
93.Question : The right word to fill in the gap of the following sentence : Give her a telephone number to ring ____ she gets lost.
Answer : in case
94.Question : The sentence with correct punctuations-
Answer : Maria, my student, is on leave today
95.Question : The correct sentence of the followings -
Answer : A new cabinet has been sworn in Dhaka
96.Question : ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলায় এসেছে-
Answer : আরবি ভাষা থেকে
97.Question : আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক-
Answer : ব্যরন পিয়ারে দ্য কুবার্তা
98.Question : ১৯৯৪ সালের ১ লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালে ঐ একই তারিখে হবে-
Answer : শুক্রবার
99.Question : লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, ............, ৩, ১
Answer : ৯
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]