Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2815
Question : প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
Answer : শাহ্ মুহাম্মাদ সগীর
Question : 'অনল-প্রবাহ' রচনা করেন-
Answer : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
Question : বটতলার পুঁথি বলতে বোঝায়_
Answer : দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য
Question : রূপসী বাংলার কবি-
Answer : জীবনানন্দ দাশ
Question : কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-
Answer : এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
Question : বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
Answer : গীতিকবিতা
Question : মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
Answer : ইউসুফ জুলেখা
Question : “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?
Answer : রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Question : “মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা-
Answer : অতুল প্রসাদ সেন
Question : মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-
Answer : পত্রকাব্য
Question : ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
Answer : কৃষ্ণকান্তের উইল
Question : "এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি" - এর রচিয়তা -
Answer : মাহবুব আলম চৌধুরী
Question : বার্ষিক পরীক্ষায় একটি ছাএ মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টির নির্ভুল উত্তর দিল।বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাএ শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল-
Answer : ২০ টি
Question : নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫কিলোমিটার।নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে-
Answer : ১২ ঘন্টা
Question : ৮,১১,১৭,২৯,৫৩,-পরবর্তী সংখ্যাটি কত?
Answer : ১০১
Question : ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
Answer : ০.০২০৫৭৩৪
Question : একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?
Answer : ৩৬০০
Question : ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?
Answer : ৩৫:৭২
Question : নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 -এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
Answer : 1.5
Question : প্রবল জোয়ারের কারণ ,যখন -
Answer : সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
Question : আকাশে বিদ্যুৎ চমকায় -
Answer : মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
Question : ফিউশন প্রক্রিয়ায়-
Answer : একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
Question : নিচের কোন উক্তিটি সঠিক ?
Answer : বায়ু একটি মিশ্র পদার্থ
Question : রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন -
Answer : এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
Question : পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর -
Answer : প্রতিসরণ
Question : যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে -
Answer : ১০৫ ডি বি
Question : কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন-
Answer : বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
Question : পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো -
Answer : সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
Question : রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় -
Answer : উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন
Question : গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার -
Answer : তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
Question : শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
Answer : লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
Question : শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে,কারণ-
Answer : তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য
Question : ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?
Answer : রকেট ইঞ্জিন
Question : অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
Answer : পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
Question : সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল -
Answer : সালফিউরিক এসিড
Question : what is the noun of the Word 'Waste'?
Answer : Wastage
Question : What is the adjective of the word 'Heart'?
Answer : Heartening
Question : What is the verb of the word 'Shortly'?
Answer : Shorten
Question : Who, which, what are:
Answer : Relative pronoun

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    125 Views
    by raihan
    0 Replies 
    3251 Views
    by apple
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]