Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2461
৫৯। বাংলাদেশের কোন ছবি সম্প্রতি ‘কলকাতা ফিল্ম ফেস্টিভাল’ পুরস্কার লাভ করে?
- গেরিলা
৬০। বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন?
- ১১
৬১। কোনটি এন্টিবায়োটিক?
- পেনিসিলিন
৬২। জন্ডিসে আক্রান্ত হয়-
- যকৃত
৬৩। কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
- রাবার
৬৪। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
- সূর্যরশ্মি
৬৫। ইন্টারনেট চালুর বছর—
- ১৯৬৯
৬৬। MKS পদ্ধতিতে ভরের একক—
- কিলোগ্রাম
৬৭। কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
- ইস্পাত
৬৮। অ্যালটিমিটার (Altimeter) কি?
- উচ্চতা পরিমাপক যন্ত্র
৬৯। কোনটি মৌলিক পদার্থ?
- লোহা
৭০। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
- পারদ
৭১। স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান—
- ক্রোমিয়াম
৭২। সর্বাপেক্ষা হালকা গ্যাস—
- হাইড্রোজেন
৭৩। ভারী পানির রাসায়নিক সংকেত—
- D2O
৭৪। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় –
- দস্তা
৭৫। সংকর ধাতু পিতলের উপাদান—
- তামা ও দস্তা
৭৬। কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
- জিপসাম
৭৭। বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা—
- জি. ল্যামেটার
৭৮। মহাজাগতিক রশ্মির আবিষ্কারক—
- হেস
৭৯। ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান—
- ১৯৬১ সালে
৮০। গ্রীনিচ মানমন্দির অবস্থিত—
- যুক্তরাজ্যে
৮১। তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?
- ৩০ বছর
৮২।
৮৩। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সে.মি বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
- ১০ সে.মি.
৮৪।
৮৫।
৮৬।
৮৭। একটি সাবানের আকার ৫ সে.মি. X ৪ সে. মি. X ১.৫ সে.মি. হলে ৫৫ সে.মি. দৈর্ঘ্য, ৪৮ সে.মি. প্রস্থ এবং ৩০সে.মি. উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?
- ২৬৪০টি
৮৮। যদি সেট A = {5,15,20,30} এবং B = {3,5,18,20} হয় তবে নিচের কোনটি AnB নির্দেশ করবে?
- {5,15,20}
৮৯। ১,১,২,৩,৫,৮,১৩,২১ ………………….. ধারার ১০ম পদটি কত?
- ৫৫
৯০। 4x+4x+4x+4x এর মান নিচের কোনটি?
- 2 2x+2
৯১। রকীব সাহেব ৩,৭৩,৮৯৯ টাকা ব্যাংকে রাখলেন। ৭½ বছর পর তিনি আসল টাকার ১ ১/৪ অংশ সুদ পেলেন। ব্যাংকের সুদের হাত কত?
- ১৬ ২/৩%
৯৩। ৫ জন তাঁত-শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে?
- ৫দিন
৯৪। 36.2 3x-8 = 3² হলে x এর মান কত?
- 2
৯৫। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩০° ও ৫৫°। ত্রিভুজটি কোন ধরনের?
- সমকোণী
৯৬। (x – y, 3) = (0, x+2y) হলে (x,y) = কত?
- (1,1)
৯৭। ৩ সে.মি., ৪ সে.মি. ও ৫ সে. মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?
- ৬ সে. মি.
৯৮। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ৯ সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
- ২৪ সে.মি.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    108 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]