Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2434
৪১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?
- ডিসেম্বর ১৬, ১৯৭২
৪২। বাংলাদেশে জেলার সংখ্যা কত?
- ৬৪টি
৪৩। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
- দ্বাদশ
৪৪। বাংলায় ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে?
- হাজী শরীয়তউল্লাহ
৪৫। বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?
- পুণ্ড্র
৪৬। মুজবনগর কোথায় অবস্থিত?
- মেহেরপুরে
৪৭। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?
- তৎকালীন রেসকোর্স ময়দানে
৪৮। বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
- ১৮ বছর
৪৯।
৫০। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
- ৪.৮ কিমি
৫১। বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?
- চট্টগ্রামে
৫২। বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
- জয়নুল আবেদিন
৫৩। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
- ডিসেম্বর ২, ১৯৯৭
৫৪। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
- ১১টি
৫৫। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
- ২৪০০ বর্গমাইল
৫৬। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে?
- ১৯৭২ সালে
৫৭। নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত?
- ট্রপিক অব ক্যানসার
৫৮। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়?
- ৬৮ জন
৫৯। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করে, যা বলেছিল নিম্নরূপ: ‘লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না।’—এ দম্ভোক্তিকারী ব্যক্তি কে ছিল?
- জেনারেল ইয়াহিয়া খান
৬০। ‘যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন’ –এটি কার উক্তি?
- হিটলার
৬১। এশিয়ার দীর্ঘতম নদ কোনটি?
- ইয়াংসিকিয়াং
৬২। ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দল অংশ নেয়?
- ৯টি
৬৩। আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
- ম্যাক্সওয়েবার
৬৪। সাহিত্যে ১৯৯৮-এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
- হোসে সারামাগো
৬৫। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?
- থাইল্যান্ড
৬৬। ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর একক মুদ্রা কবে থেকে চালু হচ্ছে?
- ১ জানুয়ারি, ১৯৯৯
৬৭। চীনের ‘দ্বৈত অর্থনীতির’ ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরীখে গৃহীত?
- হংকং-এর অর্থনীতিকে সচল রাখা
৬৮। রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
- ভ্লাদিভস্টক
৬৯। কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?
- কুইবেক
৭০। কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কি?
- এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
৭১। আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে?
- মাজার-ই-শরীফ
৭২। উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি?
- জ্যামিতিক সীমারেখা
৭৩। কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
- জাপান
৭৪। নিম্নলিখিত কোন আঞ্চলিক/আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
- CIRDAP
৭৫। সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
- ১৯৮৫ সালে
৭৬। কোন দেশের একজন উপ-প্রধানমন্ত্রী সম্প্রতি বরখাস্ত হয়েছেন?
- মালয়েশিয়া
৭৭। ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে একটি শান্তি চুক্তির মাধ্যমে?
- আয়ারল্যান্ড
৭৮। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের?
- ইউরোপ
৭৯। ‘ম্যাকাও’ চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ঐ ইউরোপীয় দেশটির নাম কি?
- পর্তুগাল
৮০। কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?
- ডেটন চুক্তি
৮১। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
- লৌহ
৮২। কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি?
- লৌহ
৮৩। কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
- এলুমিনিয়াম
৮৪। যে মসৃণতলে আলোর নিয়মিত প্রতিফলন প্রতিফলন ঘটে তাকে কি বলে?
- দর্পণ
৮৫। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি?
- মাইক্রোওয়েভ
৮৬। মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?
- হেস
৮৭। তড়িৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
- লাউড স্পিকার
৮৮। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
- ফ্যাদোমিটার
৮৯। কম্পিউটার কে আবিষ্কার করেন?
- হাওয়ার্ড এইকিন
৯০। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
- ইনসুলিন
৯১। বার্ষিক 4½% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে?
- ৭০০ টাকা
৯২। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
- ৩৬ এবং ৯ বছর
৯৩। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
- ২৪ এবং ১২ মিনিট
৯৪।
৯৫।
৯৬। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় ছেড়ে গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?
- ৩৭.৫কিমি
৯৭। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ৪৮ ব.মি.
৯৮। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কি কি?
- ১০ ও ১৬
৯৯। একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের কত গুণ?
- চারগুণ
১০০। x ও y-এর মানের গড় ৯ এবং z = ১২ x,y এবং z-এর মানের গড় কত হবে?
- ১০
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]