Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2417
১৬তম বিসিএস প্রিলিমিনিারি টেস্ট (বিশেষ): পর্ব ০১
পরীক্ষা: ১৯৯৪

১। Which of the following sentences is correct?
- I forbade him from going
২। Which of the following is a correct proverb?
- Fools rush in where angels fear to tread.
৩। Which of the following sentences is correct?
- Why have you done this?
৪। Which of the following sentences is correct?
- The shirt which he bought is blue in colour.
৫। The correct passive of ‘Sheila was writing a letter’ is –
- A letter was being written by Sheila
৬। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
- নীলদর্পণ
৭। ‘পথিক তুমি কি পথ হারাইয়াছ?’ কথাটি কার?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৮। প্রত্যেয়গতভাবে শুদ্ধ কোনটি?
- উৎকৃষ্ট
৯। ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
- নঞর্থক
১০। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
- পর্তুগিজরা
১১। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
- ইউরিয়া
১২। ‘সব কটা জানালা খুলে দাও না’ –এর গীতিকার কে?
- মরহুম নজরুল ইসলাম বাবু
১৩। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- কামরুল হাসান
১৪। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?
- ১২
১৫। Asia Pacific Economic Co-operation (APEC) ফোরামের নভেম্বর, ১৯৯৩-এ অনুষ্ঠিত বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?
- জাপান
১৬। গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্র্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন?
- ১০ জুলাই, ১৯৯৪
১৭। Hubble Telescope-এর ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে কোন মভোযানে নভোচারীগণকে প্রেরণ করা হয়েছিল?
- Endeavour
১৮। রুয়ান্ডা প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?
- ১৯ জুলাই, ১৯৯৪
১৯। পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন?
- জুলাই ১৯৯৪
২০। উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো—
- প্রায় ১২ ঘন্টা
২১। নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়—
- ধমনির ভেতর দিয়ে
২২। চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন?
- চাঁদে বায়ুমণ্ডল নেই তাই
২৩। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত—
- ২২/৭
২৪। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
- মৃদু রঞ্জন রশ্মি
২৫। যা চিরস্থায়ী নয়—
- নশ্বর
২৬। Intellectual শব্দের বাংলা অর্থ—
- বুদ্ধিজীবী
২৭। কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
- ঢাকা
২৮। ‘অবমূল্যায়ন ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
- দুটি শব্দের উপসর্গটির অর্থ দু রকম
২৯। ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।’ –এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো?
- শিখা
৩০। একজন দোকানদার ৭ ১/২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হতো এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হতো, তাহলে তার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
- ২০০ টাকা
৩১। দু ব্যক্তি একত্রে একটি কাজ ৮দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
- ২৪ দিনে
৩২। ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
- ১০%
৩৩। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
- ১৪১
৩৪। নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়?
- ১০২৪
৩৫। জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন?

-[ Note: ১৯৯৪ সালের ২৬ অক্টোবর আকাবা মরু এলাকায় জর্ডান ও ইসরাইলের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে মূলত ৪৬ বছর ধরে চলা যুদ্ধাবস্থার অবসান ঘটানো হয়।]

৩৬। বি-৫২ কি?
- এক ধরনের বোমারু বিমান
৩৭। ‘Straw vote’ বলতে কি বোঝায়?
- Unofficial poll of public opinion
৩৮। ‘Rotary International’ কবে প্রতিষ্ঠিত হয়?
- ১৯০৫ সালে
৩৯। বার্লিনের দেয়াল কোন সালে নির্মিত হয়েছিল?
- ১৯৬১ সালে
৪০। Which of the following sentences is correct?
- One of my friends is a lawyer
৪১। The word ‘ecological’ is related to—
- Environment
৪২। The synonym of ‘genesis’ is—
- Beginning
৪৩। The word ‘homogeneous’ means—
- Of the same kind
৪৪। The word ‘imbibe’ means—
- To drink
৪৫। স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
- ৪ মার্চ, ১৯৭২
৪৬। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
- ৪ এপ্রিল ১৯৭২
৪৭। বাংলাদেশ জাতীয় সংসদে ‘উপজেলা বাতিল’ বিলটি কখন পাস হয়েছিল?
- ১৯৯২ সালে
৪৮। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
- ১৮৬৪ সালে
৪৯। লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
- শায়েস্তা খান
৫০। আন্তর্জাতিক অর্থ তথবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
- ১৯৪৭ সাল হতে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]