Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2414
১। ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন ।।’
- চরণ দুটি কার লেখা?
- শেখ ফজলল করিম
২। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
- জর্ডান
৩। ‘ক্রজিরো’ কোন দেশের মুদ্রার নাম?
- Note: লুক্সেম বার্গের মুদ্রা ইউরো, ব্রাজিলের সাবেক মুদ্রা ক্রুজিরো, তবে বর্তমান মুদ্রা রিয়াল, কম্বোডিয়ার মুদ্রা রিয়াল, মঙ্গোলিয়ার মুদ্রা তুগরিক
৪। ‘The World Economic Forum কর্তৃক নির্ধারিত International Competitiveness Ranking- এ ১৯৯৩ সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে?
- দক্ষিণ কোরিয়া
৫। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম?
- অষ্টম
৬। বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
- চার
৭। গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত?
- ৩৩
৮। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে?
- ৬ ঘন্টা
৯। The speaker failed to make the audience—to him patiently.
-Which of the following is the correct verb form in the blank above?
- listen
১০। Which of the following ages in literary history is the latest?
- The Georgian Age
১১। Wisdom শব্দের অর্থ-
- প্রজ্ঞা
১২। The first English dictionary was completed by—
- Samuel Johnson
১৩। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
- ১১টি
১৪। নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
[Note: IJO – এর সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত ছিল। বর্তমানে এ সংস্থাটি বিলুপ্ত। এর পরিবর্তে আইজেএসজি (IJSG—International Jute Study Group) নামক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং এর সদর দপ্তর ঢাকায়। উল্লেখ্য, সিরডাপ (CIRDAP) – এর সদর দপ্তরও বাংলাদেশে অবস্থিত। (APEC) – এর সদর দপ্তর সিঙ্গাপুরের আলেকজান্দ্রা পয়েন্টে, (SAARC) – এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। আর ADB – এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায়।]
১৫। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
- নিউইয়র্ক
১৬। আকাশ নীল দেখায় কেন?
- নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
১৭। ১ বর্গইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?
- ৬.৪৫
১৮। যে ভূমিতে ফসল জন্মায় না –
- ঊষর
১৯। ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
- বিপরীত
২০। ‘সোনালী কাবিন’ এর রচয়িতা কে?
- আল-মাহমুদ
২১। My uncle has three sons, --work in the same office.
Which of the following is the best form of pronoun in the above sentence?
- All of whom
২২। People always remember patriots.
- The patriots are always remembered
২৩। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
- বসন্ত
২৪। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-
- উত্তরাধিকার
২৫। ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন-
- কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
২৬। পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র P, Q, R এবং PQ=a, QR=b, RP = c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে—
- c+a-b
27. x+y-1= 0, x-y+1= 0 এবং y+3=0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি—
- সমদ্বিবাহু
২৮। ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল—
- ৪৯৫০
২৯। a=1, b=-1, c=2, d=-2 হলে a-(-b) – (-d) এর মান কত?
- 0
৩০। ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয়া বাংলাদেশের চাঁদার হার কত?
- ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার
৩১। ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
- আলালের ঘরের দুলাল
৩২। ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
- ১৮৭২
৩৩। What is the meaning of the word ‘intrepid’?
- Fearless
৩৪। What is the meaning of the expression ‘bottom line’?
- The essential point
৩৫। The word ‘plurality’ means—
- The holding or more than one office at a time
৩৬। ‘Paediatric’ relates to the treatment of –
- Children
৩৭। ‘Boot leg’ means to—
- Smuggle
৩৮। বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত?
- [Note: বর্ষাকালে বাংলাদেশের নদীপথের দৈর্ঘ্য ৬,০০০ কিমি.। তবে দেশের নদীগুলোতে পলি পড়ে যাওয়ায় শুকনো মৌসুমে নদীপথ কমে আসছে। উল্লেখ্য, উপনদী ও শাখানদীসহ বাংলাদেশে নদীর মোট দৈর্ঘ্য ২৪,১৪০ কিমি।]
৩৯। বাংলাদেশের GDP – তে কৃষিখাতের অবদান কত শতাংশ?
[Note: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে ২০১৭-১৮ অর্থবছরে কৃষিখাতের অবদান ১৪.৭৪% (সাময়িক)।
৪০। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
- নাফ
৪১। বিশ্বব্যাংক-এর কোন অঙ্গ সংগঠনটি ‘Soft loan Window’ নামে পরিচিত?
- IDA
৪২। আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa- তে কোন দেশটি অবস্থিত?
- ইথিওপিয়া
৪৩। ১৯৯৬ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
- আটলান্টা
৪৪। ১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men’s singles – এ কে চ্যাম্পিয়ন হন?
- Andre Agassi
৪৫। কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
- হাজী শরীয়তউল্লাহ
৪৬। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
- পঞ্চগড়
৪৭। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?
- নবাব মুর্শিদকুলি খাঁ
৪৮। ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন—
- ব্যামফিল্ড ফুলার
৪৯। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
- কক্সবাজার
৫০। Are you doing anything special—the weekend?
--Fill in the gap with appropriate preposition?
- at
৫১। বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
- সিলেট
৫২। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
- কৃষি
৫৩। নিচের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?
- ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
৫৪। রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’ -এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?
- ১৭৯
৫৫। ‘Club of Vienna’ কি?
- পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
৫৬। জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?
- ১৯৯৩ সাল
৫৭। ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছে?
- ফুনসিনপেক
৫৮। ‘স্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে—এটি কি?
- মস্তিস্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
৫৯। কোনটি রক্তের কাজ নয়?
- জারক রস বিতরণ করা
৬০। ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
- সিলিকন চিপ
৬১। Which of the following is a correct sentence?
- He was too clever to miss the point
৬২। The ‘Poet Laureate’ is—
- The Court Poet England
৬৩। Which of the following school of literary writings is connected with a medical theory?
- Comedy of Humours
৬৪। Who of the following was both a poet and painter?
- Blake
৬৫। ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য-
- জীবনানুভূতির গভীরতায়
৬৬। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
- ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
৬৭। ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন-
- সিকান্দার আবু জাফর
৬৮। ‘প্রভাত চিন্তা, ‘নিভৃত চিন্তা,’ ‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
- কালীপ্রসন্ন ঘোষ
৬৯। ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ এই উক্তিটি কার?
- প্রমথ চৌধুরী
৭০। বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
- পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
৭১। ‘গ্রিনহাউজ ইফেক্টের’ পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে?
- নিম্নভূমি নিমজ্জিত হবে
৭২। নিত্য ব্যবহার্য বহু ‘এরোসোলের’ কৌটায় এখন লেখা থাকে ‘সিএফসি’ বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?
- ওজোনস্তরে ফুটো সৃষ্টি করে
৭৩। ৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫% । কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ ৪০% হবে?
- ৫৬.০
৭৪। কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?
- ২২৪
৭৫। একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। মই-এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব (মিটারে)—
- ৩০
৭৬। (2+x) +3 = 3(x+2) হলে x এর মান কত?
- - ½
৭৭। কোনটি সংখ্যাটি বৃহত্তম?
- রুট ০.৩
৭৮। শুদ্ধ বানানটি নির্দেশ করুন—
- মুহুর্মুহু
৭৯। ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- দিব্ + লোক
৮০। ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ—
- শৈত্য
৮১। আলট্রাসনোগ্রাফি কি?
- ছোট তরঙ্গদৈর্ঘ্যে শব্দের দ্বারা ইমেজিং
৮২। বাংলাদেশে তড়িৎ-এর কম্পাঙ্ক (frequency) প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর্য কি?
- প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহে ৫০ বার উঠানামা করে
৮৩। নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
- যথাযথভাবে হাল ঘুরিয়ে
৮৪। নিচের কোন দেশটি Group of Seven (G-7) এর সদস্য নয়?
- সুইডেন
৮৫। বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
- লাসা
৮৬। ‘League of Arab States’- এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
- কায়রো
৮৭। বাংলাদেশ নিচে উল্লিখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
- ১৯৭৯-৮০
৮৮। The United Nations University কোন শহরে অবস্থিত?
- টোকিও
৮৯। বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস-এর অংশ কত?
- [Note: অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে তৈরি পোশাক থেকে রপ্তানি আয় ১৪,৩৯৩ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৪১.৫৩% এবং নিটওয়্যার রপ্তানি আয় ১৩,৭৫৭ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৩৯.৭০%।]
৯০। বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত?
- ৩০
৯১। ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন।
- ঐচ্ছিক
৯২। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
- সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
৯৩। What is the synonym of ‘incredible’?
- Unbelievable
৯৪। What is the antonym of ‘famous’?
- Opaque
৯৫। ‘Plebiscite’ is a term related to--?
- Politics
৯৬। Who wrote ‘beauty is truth, truth is beatuy’?
- Keats
97. Many islands make up—
- an archipelago
৯৯। সেন্টমার্টিন দ্বীপ-এর অপর নাম কি?
- নারিকেল জিঞ্জিরা
১০০। ২০০০ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে—
- ব্যাখ্যা: পঞ্চম আদমশুমারি চূড়ান্ত রিপোর্ট ২০১১-এর তথ্য মতে, বাংলাদেশের জনসংখ্যা ১৪.৯৭ কোটি। UNEPA – এর ২০১৮ সালের রিপোর্ট মতে, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৬৪ লাখ। অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে, বাংলাদেশের জনসংখ্যা ২৬ কোটি ৮ লাখ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    200 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]