Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2374
৫১। কোথায় সাঁতার কাটা সহজ?
- সাগরে
৫২। ‘এভিকালচার’ বলতে কি বুঝায়?
- পাখিপালন বিষয়াদি
৫৩। এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?
- ১০০ কিলোগ্রাম
৫৪। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?
- কালো
৫৫। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয়?
- নাইট্রোজেন
৫৬। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
- ৫ সেমি
৫৭। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
- ৮% (বৃদ্ধি)
৫৮। কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
- ভূমি X উচ্চতা
৫৯। ½ {(a +b)2 + (a-b)2} = কত?
- a² + b²
৬০। am.an = am+n কখন হবে?
- M ও N ধনাত্ন হলে
৬১। ‘গ্লাসনস্ত’ -এর অর্থ কি?
- খোলামেলা আলোচনা
৬২। কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
- IMF
৬৩। কোনটি ‘ওআইসি’ -এর অঙ্গসংস্থান নয়?
- ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
৬৪। কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
- ১৯৬৬ সালে
৬৫। ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে- ।
- সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
৬৬। মৌলিক শব্দ কোনটি?
- গোলাপ
৬৭। যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
- ঢাকের বাঁয়া
৬৮। ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
- ফকির গরীবুল্লাহ
৬৯। বাংলা লিপির উৎস কি?
- ব্রাহ্মী লিপি
৭০। কোনটি বিশেষ বাচক শব্দ?
- জীবনী
৭১। বর্ণ হচ্ছে-
- ধ্বনি নির্দেশক প্রতীক
৭২। People who assume that no evil can befall them are foolishly-
- Complacent
৭৩। One who unduly forwards in rendering services for others is not generally liked in society.
-Which of the following words represents truly the character of the person mentioned above?
- officious
74. What kind of man is quite the opposite type of ‘supercilious’?
- Affable
75. How many eggs have your hens- this month?
-Which of the following words best completes the above sentence?

76. The walls of our house have been painted-green.
-Which is the correct preposition in the blank above?

- No preposition
৭৭। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
- ১২ অক্টোবর, ১৯৭২
৭৮। ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
- এক নতুন জাতীয় চেতনার
৭৯। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
- ইউরিয়া
৮০। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
- ২৩ সেন্টিমিটার
৮১। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
- খুলনা
৮২। পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে ‘গোল্ডেন ট্রায়েঙ্গেল’ বলা হয়?
- মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
৮৩। তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি
৮৪। বিশ্বখ্যাত ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
- লিওনার্দো দ্য ভিঞ্চি
৮৫। কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
- ইরান
৮৬। কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?
- সংস্কৃতি
৮৭। নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
- মারমা ও সাঁওতাল
৮৮। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে?
- গ্রামীণ ব্যাংক
৮৯। চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি?
- বাঁশ
৯০। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- কামরুল হাসান
৯১। মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
- ১০ এপ্রিল, ১৯৭১
৯২। Can you tell me where--?
Which of the following is the best clause in the above sentence?
- Mr. Ali lives
93. What is the full name of the great American short story writer O’Henry?
- William Sydney Porter
94. Now-a-days many villages are lit --- electricity.
Which is the correct preposition in the above blank?
- By
95. The second anniversary celebration of our college will be held on December 15.
Which of the following is the correct phrase for ‘will be held’ above?
- Comes off
96. Dog days means-
- hot weather
৯৭। শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
- ২৫,০০০ টাকা
৯৮। কবি জসিমউদ্দীনের জীবনকাল কোনটি?
- ১৯০৩-১৯৭৬
৯৯। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
- ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
১০০। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
- নদী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    91 Views
    by bdchakriDesk
    1 Replies 
    54 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]