Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2368
পরীক্ষা: ১৯৯২
১। “বউ কথা কও, বউ কথা কও
কও কথা অভিমানিনী
সেধে সেধে কেঁদে কেঁদে
যাবে কত যামিনী” – এই কবিতাংশটুকুর কবি কে?
- কাজী নজরুল ইসলাম
২। বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
- বিহারীলাল চক্রবর্তী
৩। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
- বসন্ত কুমারী
৪। কোন বানানটি শুদ্ধ?
- বিভীষিকা
৫। কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
- প্রমথ চৌধুরী
৬। You should show good manners in the company of young ladies. – Which is the appropriate phrase for the underlined expression above?
- Behave gently
৭। The invention of computer has turned over a new leaf in the history of modern technology.
- Opened a new chapter
৮। Trying unitedly we were able to have our project approved against strong oppositions.
- In the teeth of
৯। Not many people can commit such a heinous crime in cold blood. – What does the italicized idiom above mean?
- In cool brain and calculated thought
১০। The condition of most slum dwellers is so miserable that it cannot be described in words.
- Beggars description
১১। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
- লালমনিরহাট
১২। ‘দক্ষিণ তালপট্টি’ দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
- হাড়িয়াভাঙ্গা
১৩। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
- মাইনুল হোসেন
১৪। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
- সোনারগঁও
১৫। ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে ‘একদেশ, দুই নীতি’ চালু হবে?
- গণচীন
১৬। এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি?
- আসিয়ান জোটকে সমর্থন করা
১৭। কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
- অস্ট্রেলিয়া

১৮। জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
- অস্ট্রিয়া

১৯। [Note: Interim Report of the Jain Commission of Inquiry into the Assassination of Shri Rajiv Gandhi (www.india-today.com/jain/) তথ্য মতে, রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমাবহনকারী আত্নঘাতী তামিল নারীর প্রকৃত নাম তেনমুলি রাজারত্নম ( Thenmuli Rajaratnam) ওরফে ধানু। তবে রাজীব গান্ধী হত্যা মামলার জন্য গঠিত জৈন কমিশনের তদন্ত রিপোর্টে তার নাম উল্লেখ করা হয় ‘গায়ত্রী’। এছাড়া রাজীব গান্ধী হত্যার সাথে জড়িত ৬ সদস্যের দলের অন্যতম সদস্য নলিনী, যে বর্তমানে কারান্তরীণ। ২১ মে ১৯৯১ ভারতের তামিল নাডু রাজ্যের রাজধানী চেন্নাই-এর অনতিদূরে শ্রীপেরুমবুদুরে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে এক আত্নঘাতী তামিল গেরিলা হামলায় রাজীব গান্ধী নিহত হন।]
২০। রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক-
- আসলের চেয়ে বেশি হবে
২১। দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর?
- বেগুনী
২২। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
- বায়বীয় পদার্থে
২৩। বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
- বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
২৪। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
- প্রতিধ্বনি
২৫। দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
- ২৫
২৬। একটি ঘড়িতে ৬টার ঘণ্টা ধ্বনি ঠিক ৬টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২ টার ঘণ্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে।
- ১০ সেকেন্ড
২৭। এক গোয়ালা তার ‘n’ সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্ন লিখিতভাবে বণ্টন করে দিল : প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪অংশ, তৃতীয় পুত্রকে ১/৫ অংশ এবং বাকি ৭টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?
- ১৪০টি
২৮। ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
- ৬ ফুট
২৯। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
- দশম থেকে চতুর্দশ শতাব্দী
৩০। যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
- দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
৩১। ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি?
- চির অশান্তি
৩২। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?
- কুচবরণের কন্যে
৩৩। কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?
- আট কপালে
৩৪। কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
৩৫। A speech full of too many word is-
- A verbose speech
৩৬। To meet trouble half-way means-
- To be puzzled
৩৭। ‘Paradise Lost’ attempted to-
- Justify the ways of God to man
৩৮। What is the meaning of the idiom ‘a round dozen’?
- A full dozen
৩৯। What is the meaning of ‘Soft Soap’?
- Flatter for self motives
৪০। পুনর্ভরা, নগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?
- মহান্দা
৪১। ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
- বাংলা ১১৭৬
৪২। ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী’ -এটি কার ঘোষণা?
- দুদু মিয়া
৪৩। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
- সিপাহী
৪৪। যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
- পদ্মায়
৪৫। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
- পঞ্চগড়
৪৬। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?
- উয়ন
৪৭। ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি?
- UNIIMOG
৪৮। প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?
- প্রথম সোমবার
৪৯। কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
- UNDP
৫০। ক্যাটালন কোন দেশের ভাষা?
- স্পেন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    866 Views
    by rajib
    0 Replies 
    225 Views
    by shohag
    0 Replies 
    106 Views
    by bdchakriDesk
    1 Replies 
    58 Views
    by bdchakriDesk
    0 Replies 
    438 Views
    by sajib

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]